আরাধ্যার পাশে নেই বাবা অভিষেক, মাঝ রাতে জন্মদিন পালনে একা ঐশ্বর্য

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 24, 2024 | 4:07 PM

Bollywood Gossip: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের, যেখানে দেখা গিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন আলাদা পথ চলছেন। কখনও তাঁরা আলাদা আলাদাভাবে ভোট দিতে এসেছেন, কখনও আবার তাঁরা আলাদা আলাদাভাবে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এমনকি অসুস্থ ঐশ্বর্যের পাশেও দেখা যায়নি অভিষেক বচ্চনকে।

আরাধ্যার পাশে নেই বাবা অভিষেক, মাঝ রাতে জন্মদিন পালনে একা ঐশ্বর্য

Follow Us

বেশ কিছুদিন ধরেই ঐশ্বর্য রাই বচ্চনের পরিবার নিয়ে নানা জনের নানা মত। অনেকেরই ধারণা ঘর ভাঙছে অমিতাভ বচ্চনের পুত্রে। একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের, যেখানে দেখা গিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন আলাদা পথ চলছেন। কখনও তাঁরা আলাদা আলাদাভাবে ভোট দিতে এসেছেন, কখনও আবার তাঁরা আলাদা আলাদাভাবে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এমনকি অসুস্থ ঐশ্বর্যের পাশেও দেখা যায়নি অভিষেক বচ্চনকে। এবার পালা জন্মদিনের পার্টির। মধ্যরাতে মায়ের জন্মদিন সেলিব্রেশন করলেন ঐশ্বর্য রাই বচ্চন। বিশেষ আয়োজন করেছিলেন মায়ের জন্যে। পাশে দেখা গেল আরাধ্যা বচ্চনকে, তবে তার পাশে এবারও দেখে গেল না তাঁর বাবা অভিষেক বচ্চনকে। ফলে বারবার ভাঙনের ইঙ্গিতই যেন স্পষ্ট হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ায়।

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই ভক্তমনে প্রশ্ন ছিল তুঙ্গে। সকলেই কম বেশি দাবি করেছিলেন তাঁদের পথচলা বেশিদিনের হবে না। তবে শত্রুর মুখে ছাই দিয়ে বারবার তাঁরা প্রমাণ করেছেন, তাঁদের সম্পর্কের গভীরতা। তবে শেষ ছয়মাসে যেন পাল্টে গিয়েছে চেনা ছবি। বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বাড়তে দেখা গিয়েছে ঐশ্বর্যর। তবে কোথাও গিয়ে যেন এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। বচ্চন পরিবারের কেউই এই নিয়ে মুখ খোলেননি। আরাধ্যা বচ্চনের কথা মাথায় রেখে নাকি তাঁরা এই বিষয় প্রকাশ্যে কিছু জানাচ্ছেন না বলেও ঘনিষ্টসূত্রে খবর। তবে এর মাঝে ব্যতিক্রম ছবিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও কবাডি ম্যাচে তাঁরা একসঙ্গে গিয়েছেন, কখনও আবার অম্বানিদের অনুষ্ঠানে একসঙ্গে তাঁদের উপস্থিত থাকতে দেখা গিয়েছে। এখন দেখার, সত্যি তাঁরা একসঙ্গে প্রকাশ্যে আসেন কি না।

Next Article