Shocking: অপমান! অক্ষয়কে তুলতে দেওয়া হল না একটাও ছবি, দেখা মাত্রই তেড়ে এলেন নিরাপত্তা রক্ষী

Aug 01, 2024 | 7:44 PM

Akshay Kumar: অক্ষয় কুমার তখনই স্থির করেছিলেন ভারত ছাড়বেন। নিয়েছিলেন কানাডার নাগরিকত্ব। যদিও সেই অক্ষয় এখন বলিউডের স্টার। তবে সম্প্রতিতে আবারও বক্স অফিস সমীকরণ পাল্টে বেজায় চিন্তায় ফেলেছেন তিনি ভক্তদের।

Shocking: অপমান! অক্ষয়কে তুলতে দেওয়া হল না একটাও ছবি, দেখা মাত্রই তেড়ে এলেন নিরাপত্তা রক্ষী

Follow Us

অক্ষয় কুমার, বলিউডের অন্যতম অ্যাকশন হিরো। যিনি প্রাথমিকভাবে অভিনেতা হওয়ার কথা কখনও ভাবেননি। তাঁর কল্পনাতেও আসেনি। তিনি বরং চেয়েছিলেন পরিবারের পাশে দাঁড়াতে। শিখেছিলেন মার্শাল আর্ট। তার শিক্ষা নিতেই তিনি পৌঁছে গিয়েছিলেন মুম্বইতে। সেখানেই তাঁর এক ছাত্রের বাবা অক্ষয় কুমারকে প্রথম বিজ্ঞাপনে কাজ করার একটা সুযোগ করে দেন। যা দেখে বেজায় খুশি হয়েছিলেন অক্ষয় কুমার। তিনি খাবারও পাচ্ছেন, তেমন পরিশ্রমও করতে হচ্ছে না, আবার তাঁকে টাকাও দেওয়া হচ্ছে। সেই শুরু। অনেকেই হয়তো জানেন না, একটা সময় যে বাড়ির সামনে ছবি তোলার জন্য তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি একটা সময় সেই বাড়িটাই কিনে ফেলেছিলেন। তাঁর এক পরিচিতকে তিনি ছবি তুলে দেওয়ার অনুরোধ করেছিলেন। স্থান স্থির হয়েছিল সমুদ্র সৈকত। তেমনই এক সুন্দর বাংলোর সামনে দাঁড়িয়ে পোজ় দিতে দেখা যায় তাঁকে। আর মুহূর্তে সেই বাড়ির নিরাপত্তা রক্ষী তেড়ে এসে দূর-দূর করে তাড়িয়ে দেন অভিনেতাকে। যদিও তখন তাঁকে কেউ চিনতেন না। জানেন, চাদনি চকে যখন তিনি বড় হয়েছিলেন, তখন তিনি ২৪ জনের সঙ্গে একটা ঘরে থাকতেন। মুম্বইতে আসার আগে এটাই ছিল অক্ষয় কুমারের অন্দরমহলের কাহিনি।

ঘর থেকে বেরতে হলে অন্যদের টপকে যেতে হত। এখানেই শেষ নয়, সপ্তম শ্রেণিতে ফেলও করেছিলেন তিনি, সবটাই তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। অক্ষয় কুমার বলিউডে একের পর এক যখন সুপারহিট ছবি দিচ্ছিলেন, দুর্যোগ তখনও বাকি ছিল। একটা সম পর পর তেরোটি ছবি তাঁর ফ্লপ হয়ে যায়। যা রীতিমত অবাক করেছিল সকলকে। অক্ষয় কুমার তখনই স্থির করেছিলেন ভারত ছাড়বেন। নিয়েছিলেন কানাডার নাগরিকত্ব। যদিও সেই অক্ষয় এখন বলিউডের স্টার। তবে সম্প্রতিতে আবারও বক্স অফিস সমীকরণ পাল্টে বেজায় চিন্তায় ফেলেছেন তিনি ভক্তদের।

Next Article