ঐশ্বর্যর জয়জয়কার বিদেশের মাটিতে, অমিতাভ লিখলেন…

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 16, 2024 | 10:27 PM

Aishwarya-Amitabh: বচ্চন পরিবার নিয়ে এমনিতেই আলোচনার শেষ নেই। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের ডিভোর্সের গুঞ্জন যত দিন যাচ্ছে ততই যেন জোরদার হচ্ছে। তাই তো কোনও আঁচ পেলেই তা নিয়ে আলোচনা করতে ছাড়ছেন না বচ্চন অনুগামীরা। কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দুবাই গিয়েছেন রাই সুন্দরী সুন্দরী।

ঐশ্বর্যর জয়জয়কার বিদেশের মাটিতে, অমিতাভ লিখলেন...

Follow Us

বচ্চন পরিবার নিয়ে এমনিতেই আলোচনার শেষ নেই। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের ডিভোর্সের গুঞ্জন যত দিন যাচ্ছে ততই যেন জোরদার হচ্ছে। তাই তো কোনও আঁচ পেলেই তা নিয়ে আলোচনা করতে ছাড়ছেন না বচ্চন অনুগামীরা। কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দুবাই গিয়েছেন রাই সুন্দরী সুন্দরী। সঙ্গে রয়েছে নায়িকার ১২ বছরের মেয়ে আরাধ্যা বচ্চনও। মা-মেয়েকে ডিজাইনার পোশাকে সেজে ফ্রেমবন্দিও হয়েছেন তাঁরা।

পুরস্কার পাওয়ার জন্য ঐশ্বর্যকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বলিপাড়ার অনেকেই। কিন্তু এখানেই একটি ঘটনা চোখ এড়ায়নি অনুরাগীদের। সবাই শুভেচ্ছা জানালেও কোনও মেসেজ আসেনি ঐশ্বর্যর শ্বশুরবাড়ি থেকে। নায়িকার শ্বশুর অমিতাভ বচ্চন এমনিতেই সব সময়ই বেশ সক্রিয় সমাজমাধ্যমে। কিন্তু এক্ষেত্রে টুঁ শব্দটি করেননি। উল্টে অন্য একটি টুইট করে জানিয়েছেন কাজের ব্যস্ততায় খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে বিগবি’র লেখা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে।

 

এই অনুষ্ঠানে নায়িকার যাওয়া থেকে শুরু হয়েছে বিতর্ক। বিমাবন্দরে যখন ফ্রেমবন্দি হন ঐশ্বর্য। তখন দেখা যায় তাঁর আঙুলে বিয়ের আংটি নেই। তার পর থেকেই আলোচনা আরও জোড়াল হয়। উল্লেখ্য, অনেক দিন হল নাকি অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ ছেড়ে নিজের ফ্ল্যাটে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে থাকছেন রাই সুন্দরী। অভিষেক-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও জোড়াল হয় মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানীর বিয়েতে। বিয়েবাড়িতে আলাদা আলাদা এসে উপস্থিত হন বচ্চন পরিবার এবং ঐশ্বর্য। সেই জল্পনার আগুনেই যেন এবার আরও খানিকটা ঘি পড়ে গেল। মেয়েকে সঙ্গে নিয়ে দুবাইয়ের এক অনুষ্ঠানে গিয়েছিলেন ঐশ্বর্য। সেখানেই দেখা গেল নায়িকার আঙুলে নেই তাঁর বিয়ের আংটি। নিমেষে ভাইরাল হয় সেই ভিডিয়োও।

Next Article