
মা-বাবার সঙ্গমে সন্তানের যোগদান! রিয়্যালিটি শোয়ের এক প্রতিযোগীকে এমন অশ্লীল প্রশ্ন করে বড়সড় ফেঁসেছেন বিয়ারবাইসেপ খ্যাত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। রীতিমতো তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সংসদেও রণবীরের এই মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বয়েছে। এমনকী, এই বিতর্কের চোটে প্রায় ৫০ হাজার ফলোয়ার হারিয়েছেন রণবীর। শোনা গিয়েছে, বিতর্ক এড়াতে রণবীরকে নাকি ছেড়ে দিয়েছেন, তাঁর প্রেমিকা নিকি শর্মা। ঠিক এরই মাঝে রণবীরের সঙ্গে ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিলেন ‘বং গাই’ কিরণ দত্ত।
কিরণ তাঁর সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। যেখানে একফ্রেমে দেখা গিয়েছে, কিরণ দত্ত এবং রণবীরকে। সেই ছবি পোস্ট করেই কিরণ দত্ত লিখলেন, ”বাংলার সমস্ত নিউস মিডিয়াকে আমি একেবারেই বলতে চাই এই লোকটাকে আমি চিনিনা, এটা AI ছবি এবং উনি কেন আমাকে ইন্সটাগ্রামে ফলো করে আমি জানিনা। এছাড়া এ বিষয়ে আমার আর কোনো মতামত নেই। ধন্যবাদ”
ঠিক কী বলেছিলেন রণবীর?
সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, এক প্রতিযোগীকে বলছেন, আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন? রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হয়েছিলেন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা, সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন। তবে রণবীরের এই মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে গোটা দেশ-দুনিয়ায়।