অতিষ্ঠ সকলেই, তাঁরই জন্য ‘সংসারে’ অশান্তি! মিঠুনের বড় বৌমাকে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 02, 2025 | 10:00 PM

মাদালসা শর্মাকে চেনেন? মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর রয়েছে এক পারিবারিক সম্পর্ক। তাঁর নিজেরও এক স্টারকিড পরিচয়ও রয়েছে। কিন্তু এ হেন মাদালসাকে উঠতে বসতে শুনতে হয় নানা কথা, কেন? মাদালসা সম্পর্কে মিঠুন চক্রবর্তীর বৌমা। এই মুহূর্তে তাঁর বয়স ৩১ বছর।

অতিষ্ঠ সকলেই, তাঁরই জন্য ‘সংসারে’ অশান্তি! মিঠুনের বড় বৌমাকে চেনেন?

Follow Us

মাদালসা শর্মাকে চেনেন? মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর রয়েছে এক পারিবারিক সম্পর্ক। তাঁর নিজেরও এক স্টারকিড পরিচয়ও রয়েছে। কিন্তু এ হেন মাদালসাকে উঠতে বসতে শুনতে হয় নানা কথা, কেন? মাদালসা সম্পর্কে মিঠুন চক্রবর্তীর বৌমা। এই মুহূর্তে তাঁর বয়স ৩১ বছর। তাঁর বাবা সুভাষ শর্মা পেশায় প্রযোজক ও পরিচালক। অন্যদিকে মা শিলা শর্মা অভিনেত্রী। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। পড়ছেন মুম্বইয়ের মিঠিবাই কলেজে। ফিল্মি পরিবারের অংশ হওয়ার ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিল অভিনয়কে পেশা বানানোর। এ ছাড়াও তাঁর ডান্সগুরুও হলেন গণেশ আচার্য ও শ্যামক ডাভার।

এ হেন মাদালসা মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় ওরফে মিমোকে বিয়ে করেন ২০১৮ সালে। ধুমধাম করে হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান। এ তো গেল সব ভাল ভাল কথা। কেন তবে মাদালসা সকলের চক্ষুশূল? কারণ তিনি মধ্যবিত্তের ড্রয়িংরুমের ভিলেন। শ্রীময়ী ধারাবাহিকের হিন্দি সংস্করণ ‘অনুপমা’য় তিনিই জুন আন্টি।আর সে কারণেই লোকসমাজে তিনি হন নিন্দিত। রিল আর রিয়েলের মধ্যে ফারাক যে গুলিয়ে ফেলেন অনেকেই। মাদালসা বরং ব্যাপারটা ভালই উপভোগ করেন। ক্রেডিট হিসেবেই নেন যাবতীয় সব সমালোচনা।

Next Article