
দীপাবলির মুখে অন্ধকার পরিচালক গৌতম ঘোষের অন্দরমহল। শনিবার সকালেই মিলল দুঃসংবাদ। প্রয়াত বাংলার জনপ্রিয় পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ। এদিন সকালে খবর ছড়িয়ে পড়তেই শোকজ্ঞাপনে একে একে সামিল তারকা থেকে সাধারণ মানুষ। অসুস্থ ছিলেন নীলাঞ্জনা দেবী। হয়েছিল অস্ত্রপচার। তবে শেষ রক্ষা হল না। খবর যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও। শোকজ্ঞাপন করে পরিচালককের পাশে দাঁড়ালেন তিনি। টলিপাড়ার সদস্যদের সঙ্গে বরাবরই তাঁর মধুর সম্পর্ক। তাই খবর পেতেই সোশ্যাল মিডিয়ায় হাজির মমতা।
মুখ্যমন্ত্রী লিখলেন, “আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী–তিনি একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি। তিনি অনেক সামাজিক কাজ করতেন। আমরা জানতাম, তাঁর হাতের কাঁথা-শিল্পের কাজ ছিল সুন্দর। সেসব কথা মনে পড়ছে।”
আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী–তিনি একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি।
তিনি অনেক সামাজিক কাজ করতেন। আমরা…
— Mamata Banerjee (@MamataOfficial) October 18, 2025
এরপর পরিচালককে সান্তনা দিয়ে তিনি লিখলেন, “গৌতমদাকে সান্ত্বনা জানানোর কোন ভাষা আমার জানা নেই। তবু তাঁকে মন শান্ত রেখে তাঁর কাজ চালিয়ে যেতে অনুরোধ করব। বৌদির কথা মনে রেখেই এই কাজ তাঁকে করতে হবে।”