Bangla News Entertainment Is this true kareena kapoor khan responsible for sushant singh rajput and sara ali khan breakup
সৎ-মা করিনাই ভিলেন? কেন রাতারাতি ভেঙে যায় সুশান্ত-সারার সম্পর্ক
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jan 21, 2024 | 6:14 PM
Sara-Sushant Relation: সূত্র বলেছিলেন খান পরিবারের মেয়ে বহিরাগতের সঙ্গে প্রেম নাকি মোটেও ভাল ভাবে নেয়নি নবাব পরিবার? সেই কারণেই কি 'বাধ্য মেয়ে' বাধ্য হয়ে ছেড়ে দেন প্রেমিককে? উঠেছিল সে প্রশ্নও। থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন এই জুটি। হঠাৎ এমন কী হল?
1 / 8
সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত জুটির প্রথম ছবি 'কেদারনাথ'। এই অভিনয় করার সময়েই কাছে এসেছিলেন সারা ও সুশান্ত। এত মিষ্টি সম্পর্ক তাও কী কারণে ভেঙে গিয়েছিল প্রেম? ঠিক কী ঘটেছিল?
2 / 8
সুশান্তের মৃত্যুর পর তাঁর বন্ধু স্যামুয়েল একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, "কেদারনাথের প্রোমোশনের কথা আজও মনে আছে। সুশান্ত ও সারার প্রেম ছিল দেখার মতো। ওদের আলাদাই করা যাচ্ছিল না। ভীষণ মিষ্টি একটা প্রেম। দুজনেরই দুজনের প্রতি মারাত্মক শ্রদ্ধা ছিল।"
3 / 8
বলেছিলেন, "ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছিলেন সারাই।" ব্রেকআপের নেপথ্যে দুটি কারণ তিনি ফাঁস করেছিলেন। প্রথমটি সুশান্তের ছবি 'সোনচিড়িয়া'র মুখ থুবড়ে পড়া আর দ্বিতীয়টি 'বলিউড মাফিয়া'দের প্রভাব!
4 / 8
সত্যি কি তাই? বলিউডের কারও নাম না নিলেও সারার সৎ মা করিনা কাপুরের দিকেই কি ইঙ্গিত ছিল তাঁর? নেটিজেনরাই এঁর স্বপক্ষেও খুঁজে পেয়েছিল প্রমাণ।
5 / 8
সারা আলি খানের সৎ-মা করিনা কাপুর খান, এক সাক্ষাৎকারে যা বলেছিলেন করিনা কাপুর খান, তা রীতিমত শোরগোল ফেলে দিয়েছিল সর্বত্র।
6 / 8
সারাকে প্রেম নিয়ে তিনি কী উপদেশ দিয়েছিলেন, এই প্রশ্ন করতেই তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি সারাকে বলেছিলেন, প্রথম ছবির অভিনেতাকে ডেট করো না দয়া করে।
7 / 8
সূত্র বলেছিলেন খান পরিবারের মেয়ে বহিরাগতের সঙ্গে প্রেম নাকি মোটেও ভাল ভাবে নেয়নি নবাব পরিবার? সেই কারণেই কি 'বাধ্য মেয়ে' বাধ্য হয়ে ছেড়ে দেন প্রেমিককে? উঠেছিল সে প্রশ্নও।
8 / 8
থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন এই জুটি। সুশান্ত মারা যাওয়ার পর সে খবরও প্রকাশ্যে আসে। এমনকি এনসিবির কাছে সে খবর নিজেও স্বীকার করে নেন সারা আলি খান। তবে সুশান্তের চালক দাবি করেন, ওই ট্রিপ থেকে ঘুরে এসেই নাকি সুশান্তের সঙ্গে ব্রেকআপ করে নেন সারা।