সকলের সামনে ঐশ্বর্যাকে এভাবে অপমান জয়ার? ‘এতটুকু লজ্জা নেই’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 11, 2024 | 10:41 PM

ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, জেতার পরে ঐশ্বর্য যখন মঞ্চে বক্তৃতা রাখছিলেন, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে হাসছিলেন প্রীতি জিন্টা ও জয়া বচ্চন। আর তা দেখেই ভীষণ চটেছে ঐশ্বর্যার ভক্তরা। লিখেছেন, "এ কী ধরনের অসভ্যতা!

সকলের সামনে ঐশ্বর্যাকে এভাবে অপমান জয়ার? এতটুকু লজ্জা নেই

Follow Us

বিগত বেশ কিছু মাস ধরেই বলিপাড়ায় একটাই খবর, সম্পর্ক নাকি একেবারেই ভাল যাচ্ছে না বচ্চন পরিবারে। অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে নাকি ঠিক নেই কিছুই। ‘ভিলেন’ নাকি জয়াই– শোনা যাচ্ছে এমনটাই। এ সব নিয়েই যখন চারিদিকে আলোড়ন, ঠিক তখনই ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যে ভিডিয়ো সামনে আসতেই চতুর্দিকে ধিক্কার। নেটিজেনদের একটা বড় অংশ ফেটে পড়েছেন রাগে। তাঁরা লিখেছেন, “তবে থেকেই এমনটা জয়া? ছিঃ”।

ভিডিয়োটি বেশ পুরনো। সে সময় বচ্চন পরিবারের বধূ হননি ঐশ্বর্যা। ‘হাম দিল দে চুকে সনম’-এর সময় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন ঐশ্বর্যা। তাঁকে পুরস্কার তুলে দিয়েছিলেন জয়া বচ্চন ও প্রীতি জিন্টা। ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, জেতার পরে ঐশ্বর্য যখন মঞ্চে বক্তৃতা রাখছিলেন, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে হাসছিলেন প্রীতি জিন্টা ও জয়া বচ্চন। আর তা দেখেই ভীষণ চটেছে ঐশ্বর্যার ভক্তরা। লিখেছেন, “এ কী ধরনের অসভ্যতা! এতটুকু সম্মান দিতে পারেন না? লজ্জা লাগা দরকার।” যদিও ঐশ্বর্যাকে বিরক্ত হতে দেখা যায়নি। বক্তৃতা শেষ করে হাসিমুখে মঞ্চে থেকে নেমে যান তিনি।

দেখুন সেই ছবি… 

Next Article