Viral Video: দুই প্রাক্তনের মুখোমুখি, সারা না অনন্যা দেখা মাত্র কাকে বাহুডোরে বাঁধলেন কার্তিক?

Sep 05, 2024 | 8:28 PM

Sara-Kartik-Ananya: ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল এই জুটির প্রতিটা দৃশ্য। তবে ছবি মুক্তির আগেই তাঁদের সেই সম্পর্কে ইতিটানার খবর সামনে আসে। একশ্রেণি দাবি করেছিল, 'ছবির প্রচারের জন্যই এই সম্পর্ক সম্পর্ক খেলা'।

Viral Video: দুই প্রাক্তনের মুখোমুখি, সারা না অনন্যা দেখা মাত্র কাকে বাহুডোরে বাঁধলেন কার্তিক?

Follow Us

সারা আলি খান ও কার্তিক আরিয়ান, একটা সময় গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। লাভ আজ কাল ২ ছবির সেটে কাছাকাছি এসেছিলেন তাঁরা। সেখান থেকেই শুরু, ছবিতে তাঁদের ঘনিষ্ঠদৃশ্য ছড়িয়ে পড়েছিল রাতারাতি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল এই জুটির প্রতিটা দৃশ্য। তবে ছবি মুক্তির আগেই তাঁদের সেই সম্পর্কে ইতিটানার খবর সামনে আসে। একশ্রেণি দাবি করেছিল, ছবির প্রচারের জন্যই এই সম্পর্ক সম্পর্ক খেলা। যদিও তাঁরা একটা সময়ের পর বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় রেখেছিলেন। এরপর তাঁর জীবনে আসে অনন্যা পাণ্ডের প্রেম। তাঁর সঙ্গে গভীর সম্পর্কের খবর ভাইরাল হতে না হতেই শোনা যায় সেই সম্পর্কের মেয়াদও শেষ। এমনই পর্যায় এসে অনন্যা পাণ্ডে ও সারা আলি খান দুজনেই খুব ভাল বন্ধু।

একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। এমনই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক অনুষ্ঠানে কার্তিকের মুখোমুখি সারা ও অনন্যা। কিন্তু এ কোন ছবি এল সামনে? ভিডিয়ো মুহূর্তে ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল এই ছবি। কী দেখা গেল সেখানে? সারাকে দেখা মাত্রই তাঁকে জড়িয়ে ধরলেন কার্তিক আরিয়ান। হেসে কথা বলতেও শোনা গেল দুজনকে। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা অনন্যাকে যেন চিন্তেই পারলেন না কার্তিক। অনন্যার চোখে মুখেও স্পষ্ট অস্বস্তির ছাপ।

এই ছবি ছড়িয়ে পড়তেই আরও একবার সম্পর্কের জল্পনা সামনে। তবে কি সারার সঙ্গে বাড়ছে সম্পর্কের গভীরতা? না, এমনটা একেবারেই নয়। সারা আলি খানের সঙ্গে কার্তিকের বর্তমানে কেবল বন্ধুত্বের সম্পর্কই বর্তমান। অন্যদিকে শোনা যাচ্ছে অনন্যা পাণ্ডের জীবনে দেখা এখন শুভমন গিলের প্রেম। যদিও এই প্রসঙ্গে কেউই মুখ খোলেননি।

Next Article