২০০৩ এর ‘বুম’ ছবি নিয়ে আজও আফশোস করেন গুলশন গ্রোভার ও ক্যাটরিনা কাইফ। এই ছবি নিয়ে সোশাল মিডিয়ায় তুমুল আলোচনা হয়। ঘনিষ্ঠ দৃশ্যের জন্য এই ছবি মনে থাকবে দর্শকদের। নিজের কেরিয়ারের সবচেয়ে বড় ভুল এই ছবি, বহুবার বলেছেন ক্যাটরিনা কাইফ।
‘বুম’ এর একটি দৃশ্যে ক্যাটরিনা কাইফ অন্তর্বাস পরে গুলশনকে সিডিউস করতে থাকেন। ওই ছবিতে ছিল গুলশন ক্যাটরিনার একটি দীর্ঘ চুম্বন দৃশ্যও। শোনা যায় টানা ২ ঘন্টা নাকি ক্যাটরিনা ও গুলশন গ্রোভার একটি অন্ধকার ঘরে চুম্বন প্র্যাকটিস করেন। এতে ভয় পেয়ে গিয়েছিলেন গুলশন গ্রোভার। চুমু প্র্যাকটিসের মধ্যে হঠাৎই অন্ধকার ঘরের দরজা খুলে ঢুকে পড়েন অমিতাভ বচ্চন। এতে আরও অস্বস্তিতে পড়েন গুলশন গ্রোভার। ছবি থেকে বাদ দেওয়া হয় ওই দৃশ্যটি। গুলশন বলেন সময়োপযোগী ছিল না ‘বুম’। এই দৃশ্যের কারণে ওই ছবিটি নিয়ে বীতশ্রদ্ধ হন ক্যাটরিনা। ক্যাটরিনা চেয়েছিলেন ছবির সমস্ত প্রিন্ট বাজার থেকে তুলে নিতে। যদিও এখনও এই ছবির ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমান।
যদিও ক্যাটরিনা কাইফ এই ছবি নিয়ে যথেষ্ট বিরক্ত। তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, যে তিনি অতীতে বহুবার জানিয়েছেন, তাঁর সমস্যা হচ্ছিল, তিনি আবারও একই কথা বলছেন। ক্যাটরিনা মেজাজ হারিয়ে জানান, এই ছবির ক্লিপিং সর্বত্র ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। সেখান থেকেই যেন সকলে তা দেখে নেন। তাঁর এই বিষয় কিছুই বলার নেই। ক্যাটরিনা একটা সময়ের পর চেয়েছিলেন এই ছবির সমস্ত প্রিন্ট মার্কেট থেকে তুলে নিতে। কিন্তু তিনি তা পারেননি। এখনও বহু জায়গায় এই ছবির ভিডিয়ো বর্তমান।