বৃষ্টিভেজা কলকাতায় ফিরে এল মৃত ঐন্দ্রিলার স্মৃতি, দিদি তৈরি করলেন এই ভিডিয়ো…

Sneha Sengupta |

Aug 03, 2024 | 10:21 AM

Aindrila-Aishwarya: কাজের ফাঁকে সময় বের করে ঐশ্বর্য তৈরি করে ফেলেছেন একটি ৪ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিয়ো। শুক্রবার (০২.০৮.২০২৪) 'ঐন্দ্রিলা শর্মা প্রোডাকশনস' চ্যানেলে আপলোড হয়েছে ভিডিয়োটি। টিভি নাইন বাংলা ডিজিটালের সঙ্গে সেই ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন ঐশ্বর্য।

Follow Us

২৪ বছর বয়সে বোনটা চলে গেল। প্রাণবন্ত, হাসিখুশি, জীবনীশক্তিতে পরিপূর্ণ মেয়েটাকে হারিয়ে দিল মৃত্যু। ২০২২ সালের ২০ নভেম্বর না-ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সিরিয়াল-ওয়েব সিরিজ়ের জনপ্রিয় তারকার মৃত্যুকে আজও মেনে নিতে পারেনি তাঁর পরিবার, বন্ধুবান্ধবেরা। তাঁর বাবা-মা, দিদি, প্রেমিক আজও স্মৃতি আগলে বেঁচে আছেন ঐন্দ্রিলার। বোনের এই স্পিরিটটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রযোজনা সংস্থা খুলেছেন দিদি ডঃ ঐশ্বর্য শর্মা। তিনি চিকিৎসক। কাজের ফাঁকে সময় বের করে তৈরি করে ফেললেন একটি ৪ মিনিট ১৮ সেকেন্ডের মিউজ়িক ভিডিয়ো। শুক্রবার (০২.০৮.২০২৪) ‘ঐন্দ্রিলা শর্মা প্রোডাকশনস’ চ্যানেলে আপলোড হয়েছে গানের সম্পূর্ণ ভিডিয়োটি। টিভি নাইন বাংলা ডিজিটালের সঙ্গে সেই ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন ঐশ্বর্য।

প্রেমের গান নির্ভর মিউজ়িক ভিডিয়োয় নায়িকা স্বয়ং ঐশ্বর্য। গানটির নাম ‘চাইলে হব প্রেমিক’। মধ্য কলকাতার ময়দান চত্বরে রোম্যান্টিক বৃষ্টিভেজা আবহে শুটিং হয়েছে গানের। ঐশ্বর্যর সঙ্গে ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রতীক যাদবকে। গানটি গেয়েছেন শুভ চট্টোপাধ্যায়। গানের কথা শুভরই। মিউজ়িক ভিডিয়োর পরিচালনা করেছেন সৌরদীপ্ত চৌধুরী।

ডাক্তারদের পরিবারে ঐন্দ্রিলাই ছিলেন ছকভাঙা। চিকিৎসকের পেশায় না গিয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। বোনের সেই সত্তাকে হারিয়ে যেতে দিলেন না দিদি ঐশ্বর্য। এবার তাঁর পথই অনুসরণ করলেন দিদি।

মিউজ়িক ভিডিয়োর লিঙ্ক:

২৪ বছর বয়সে বোনটা চলে গেল। প্রাণবন্ত, হাসিখুশি, জীবনীশক্তিতে পরিপূর্ণ মেয়েটাকে হারিয়ে দিল মৃত্যু। ২০২২ সালের ২০ নভেম্বর না-ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সিরিয়াল-ওয়েব সিরিজ়ের জনপ্রিয় তারকার মৃত্যুকে আজও মেনে নিতে পারেনি তাঁর পরিবার, বন্ধুবান্ধবেরা। তাঁর বাবা-মা, দিদি, প্রেমিক আজও স্মৃতি আগলে বেঁচে আছেন ঐন্দ্রিলার। বোনের এই স্পিরিটটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রযোজনা সংস্থা খুলেছেন দিদি ডঃ ঐশ্বর্য শর্মা। তিনি চিকিৎসক। কাজের ফাঁকে সময় বের করে তৈরি করে ফেললেন একটি ৪ মিনিট ১৮ সেকেন্ডের মিউজ়িক ভিডিয়ো। শুক্রবার (০২.০৮.২০২৪) ‘ঐন্দ্রিলা শর্মা প্রোডাকশনস’ চ্যানেলে আপলোড হয়েছে গানের সম্পূর্ণ ভিডিয়োটি। টিভি নাইন বাংলা ডিজিটালের সঙ্গে সেই ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন ঐশ্বর্য।

প্রেমের গান নির্ভর মিউজ়িক ভিডিয়োয় নায়িকা স্বয়ং ঐশ্বর্য। গানটির নাম ‘চাইলে হব প্রেমিক’। মধ্য কলকাতার ময়দান চত্বরে রোম্যান্টিক বৃষ্টিভেজা আবহে শুটিং হয়েছে গানের। ঐশ্বর্যর সঙ্গে ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রতীক যাদবকে। গানটি গেয়েছেন শুভ চট্টোপাধ্যায়। গানের কথা শুভরই। মিউজ়িক ভিডিয়োর পরিচালনা করেছেন সৌরদীপ্ত চৌধুরী।

ডাক্তারদের পরিবারে ঐন্দ্রিলাই ছিলেন ছকভাঙা। চিকিৎসকের পেশায় না গিয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। বোনের সেই সত্তাকে হারিয়ে যেতে দিলেন না দিদি ঐশ্বর্য। এবার তাঁর পথই অনুসরণ করলেন দিদি।

মিউজ়িক ভিডিয়োর লিঙ্ক:

Next Article