Malaika Arora Father: পিতৃহারা মালাইকা, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, তড়িঘড়ি পৌঁছলেন আরবাজ…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 11, 2024 | 1:01 PM

Malaika Arora: পুলিশ সূত্রে খবর ছাদ থেকে ঝাঁপ দিয়েই প্রবীণের মৃত্যু। বাড়ির বাইরে বেশ কিছু পুলিশ সঙ্গে আরবাজ খানকে এদিন সকালেই দেখা যায়।

Malaika Arora Father: পিতৃহারা মালাইকা, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, তড়িঘড়ি পৌঁছলেন আরবাজ...

Follow Us

বুধবার বেলায় আচমকাই এল খবর। প্রয়াত মালাইকা আরোরার বাবা। ANI সূত্রে খবর ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছেন অনিল আরোরা। মুম্বইয়ের বান্দ্রায় ঘটে এই ঘটনা। মুহূর্তে সেখানে পৌঁছে যান মালাইকা আরোরার প্রাক্তন স্বামী আরবাজ খান। পুলিশ সূত্রে খবর ছাদ থেকে ঝাঁপ দিয়েই প্রবীণের মৃত্যু। বাড়ির বাইরে বেশ কিছু পুলিশ সঙ্গে আরবাজ খানকে এদিন সকালেই দেখা যায়। যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি মালাইকা আরোরা।

 

এদিন সকালেই ই মর্মান্তিক খবর সামনে আসে। বর্তমানে অনিল আরোরার মরদেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়েছে বলেই সূত্রের খবর। প্রথম খবর পেয়েই হাজির হয়েছিলেন আরবাজ খান। বর্তমানে বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। আদপে এটা আত্মহত্যা, নাকি আচমকা ঘটে যাওয়া কোনও দুর্ঘটনা, সেই বিষয়টাও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মালাইকা আরোরার বাড়ির সামনের ছবি।

Next Article