Poonam Pandey: পুনমকে চুমু সেলফির অছিলায়, তারপর যা ঘটার তাই ঘটল…
Watch Video: কয়েক মাসে আগে জড়ায়ুর ক্য়ানসার নিয়ে সচেতন করতে গিয়ে, আচমকাই পুনম নিজেই রটিয়ে দিলেন, তাঁর মৃত্যুর খবর। এই নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল।

সিনেমার পর্দায় দেখা যাক না যাক, বিতর্কে সদা রয়েছেন পুনম পাণ্ডে। অনেক সময় তো পুমন নিজেই তৈরি করেন বিতর্ক। এই যেমন,কয়েক মাসে আগে জড়ায়ুর ক্য়ানসার নিয়ে সচেতন করতে গিয়ে, আচমকাই পুনম নিজেই রটিয়ে দিলেন, তাঁর মৃত্যুর খবর। এই নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। ভুয়ো মৃত্যুর খবর রটানোয় অভিযোগও দায়ের হয়েছিল পুনমের বিরুদ্ধে। তবে এবারটি পুমনের সঙ্গে যা ঘটল, তা নিয়ে হইচই শুরু।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি নেটপাড়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে পুনম পাণ্ডে। হঠাৎ করেই তাঁর পাশে এসে হাজির এক পুরুষ ভক্ত। পুনমের সঙ্গে সেলফি তোলার আবদার করে সেই ব্যক্তি। পুনম রাজি হতেই মোবাইল নিয়ে ছবি তোলার অছিলায়, পুনমকে চুমু খেতে যান! ব্যস, এখান থেকেই গণ্ডগোল শুরু।
ভক্তর এমন কাণ্ডে রীতিমতো হতবাক পুনম। নিজেকে বাঁচাতে ব্যক্তিকে দিলেন জোর ধাক্কা। তারপর নিজেকে বাঁচিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিলেন। ততক্ষণে পাপারাজ্জিরা ঘিরে ফেলেন সেই ব্যক্তিকে।
এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, নেটপাড়ার একাংশ অবশ্য পুরো দোষটা ঠেলছেন পুনমের দিকেই। অনেকের মতে, জড়ায়ুর ক্যানসারের নাটকের মতো, পুনমের এই চুমু কাণ্ডও সাজানো ঘটনা।
View this post on Instagram
