শ্রাবন্তী চট্টোপাধ্যায়– টলিউডের সেনসেশন তিনি। তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। খোদ শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে একবার প্রশ্ন করা হয়েছিল এই মুহূর্তে টলিউডের সবচেয়ে সুন্দর মুখ কার? এক মুহূর্ত চিন্তা না করে শুভশ্রী নিয়েছিলেন শ্রাবন্তীর নাম। দেখতে দেখতে ৩৫ পার করে ৩৬-এর দিকে এগচ্ছেন শ্রাবন্তী। মেকআপ ছাড়া তাঁকে কেমন দেখতে দেখেছেন কোনওদিন? ছবি এল সামনে।
বয়সের জরা এখনও সেভাবে গ্রাস করতে পারেনি তাঁকে। মুখে নেই বলিরেখার চিহ্নও। ৪০-এর দিকে ক্রমশ এগলেও এখনও তিনি যেন অষ্টাদশী। সম্প্রতি নিজেই শেয়ার করেছেন নো ফিল্টার, নো মেকআপ এক ছবি। যা শেয়ার করে আবারও পেয়েছেন সবচেয়ে সুন্দরীর তকমা। রাজনীতি থেকে নিজেকে সরিয়ে আনার পর এই মুহূর্তে টলিউডে চুটিয়ে কাজ করছেন শ্রাবন্তী। কিছু দিন আগেই শেষ করেছেন শুভ্রজিৎ মৈত্রের হাইবাজেট ছবি ‘দেবী চৌধুরানি’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। ওই ছবির জন্য কম কসরৎ করতে হয়নি তাঁকে। শিখতে হয়েছে ঘোড়ায় চড়া। শিখতে হয়েছে অসিচালনা।
জীবনে সত্যিই অনেকটাই এগিয়ে গিয়েছেন শ্রাবন্তী। তাঁর সর্বশেষ স্বামী রোশন সিংয়ের সঙ্গে এখনও আইনত বিচ্ছেদ হয়নি তাঁর। রোশনের কাছ থেকে মোটা টাকা খোরপোষ আদায় করেছেন শ্রাবন্তী, টিভিনাইন বাংলার কাছে অতীতে এমনটাই দাবি করেছিলেন রোশন। ইন্ডাস্ট্রির ফিসফাঁস এই মুহূর্তে পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রাবন্তী। যদিও এই গুঞ্জনকে মান্যতা দিতে চাননি তিনি।