মেকআপ ভ্যানে গোপন ক্যামেরা! নায়িকাদের নগ্ন ভিডিয়ো ফাঁস, বোম ফাটালেন রাধিকা

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 31, 2024 | 5:34 PM

তোলপাড় মালায়লি ফিল্ম ইন্ডাস্ট্রি। মালায়ালম ছবির অভিনেতা সিদ্দিকি, পরিচালক রঞ্জিত বালকৃষ্ণন-সহ একাধিক তারকার বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। যে কারণে পুলিশে দায়ের করা হয়েছে এফআইআর। এমন বিতর্কিত পরিস্থিতির মাঝে বোমা ফাটালেন দক্ষিণী অভিনেত্রী রাধিকা শরৎকুমার।

মেকআপ ভ্যানে গোপন ক্যামেরা! নায়িকাদের নগ্ন ভিডিয়ো ফাঁস, বোম ফাটালেন রাধিকা

Follow Us

তোলপাড় মালায়লি ফিল্ম ইন্ডাস্ট্রি। মালায়ালম ছবির অভিনেতা সিদ্দিকি, পরিচালক রঞ্জিত বালকৃষ্ণন-সহ একাধিক তারকার বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। যে কারণে পুলিশে দায়ের করা হয়েছে এফআইআর। এমন বিতর্কিত পরিস্থিতির মাঝে বোমা ফাটালেন দক্ষিণী অভিনেত্রী রাধিকা শরৎকুমার। তাঁর দাবি মালায়ালম ছবির শুটিংয়ে যে ভ্যানিটি ভ্যান থাকে। সেখানে গোপন ক্যামেরা দিয়ে নায়িকাদের নগ্ন ভিডিয়ো রেকর্ড কার হয়েছিল। অভিনেত্রী জানিয়েছেন তিনি নিজে চোখে দেখেছেন অভিনেতারা মোবাইল ফোনে সেই সব আপত্তিকর ভিডিয়ো দেখছেন।

এই টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিনেত্রী যে ঘটনা শুনিয়েছেন তা শুনলে গায়ে কাঁটা দেবে। তিনি জানান মালায়ালম অভিনেতারা যুক্ত এমন কাজের সঙ্গে। রাধিকা বলেন,”আমি এটা দেখেছি। ক্যারাভানে নারীদের পোশাক বদলানোর ভিডিয়ো আমি দেখেছি। অভিনেতারা নিজের ফোনে সেই গোপন ভিডিয়ো দেখেন এবং উপভোগ করেন।” তবে এই কাণ্ডের সঙ্গে যুক্ত কোন অভিনেতারা সেই নাম প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।

এ প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন,”আমি খুব রেগে গিয়েছিলাম। আমি জোর দিয়েছিলাম যে আমার নিরাপদে থাকা দরকার এবং তাই আমি বলেছিলাম যে আমি ক্যারাভান চাই না এবং আমার হোটেলের ঘরে ফিরে গেলাম” উল্লেখ্য, গত ১৯ অগস্ট প্রকাশ্যে আসে হেমা কমিটির রিপোর্ট। যদিও এ বিষয়ে মুখে কুলুপ অভিনেতাদের। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়েদের নিজেদের নিরাপত্তা, সুরক্ষার দায়িত্ব নিজেদরকেই নিতে হবে। এই জল এবার কোন দিকে মোড় দেবে সেটাই দেখার।

Next Article