প্রেমিকের আদরে বর্ষবরণ মধুমিতার, ২০২৫ সালে কী খুঁজছেন নায়িকা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 02, 2025 | 8:26 PM

২০২৪ সালে জীবনের নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। সময়ের খানিকটা আগেই নায়িকার জীবনে এসেছে বসন্ত। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ছবি দেখতে পাওয়া যাবে। অন্যান্য বছরের থেকে তাই ২০২৪ সালের শেষটা অনেকটাই অন্যরকম কেটেছে নায়িকার।

প্রেমিকের আদরে বর্ষবরণ মধুমিতার, ২০২৫ সালে কী খুঁজছেন নায়িকা?

Follow Us

২০২৪ সালে জীবনের নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। সময়ের খানিকটা আগেই নায়িকার জীবনে এসেছে বসন্ত। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ছবি দেখতে পাওয়া যাবে। অন্যান্য বছরের থেকে তাই ২০২৪ সালের শেষটা অনেকটাই অন্যরকম কেটেছে নায়িকার।

প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় মধুমিতার ঘুরতে যাওয়ার ছবি বর্তমানে সমাজমাধ্যমের পাতায় ভাইরাল। ২০২৪ সালের দুর্গাপুজোর সময় দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের কথা নিজেই জানান অভিনেত্রী। ২০২৫ সালটাও তাঁর সঙ্গেই শুরু করেছেন অভিনেত্রী। নতুন বছরটা কী ভাবনা নিয়ে কাটাতে চান নায়িকা? তা ইনস্টাগ্রাম পোস্ট করেই জানিয়ে দিলেন মধুমিতা। নিজের একটি ছবি পোস্ট করেছেন নায়িকা।

 

ছবিতে দেখা যাচ্ছে চারিদিক ধোঁয়া ধোঁয়া। মুখে একগাল হাসি। চুল খোঁপা করা। পরনে কালো গাউন। অদৃশ্যের দিকে তাকিয়ে রয়েছেন নায়িকা। এমনই ছবি পোস্ট করে মধুমিতা লেখেন, “এই বছরটা আমি ছোট ছোট আনন্দকে উপভোগ করব। আর অনেকটা বড় স্বপ্ন দেখব। এ বছর আমি আর পারফেকশনের পিছনে দৌড়ব না। বরং শান্তি, আনন্দ খুঁজব। আর চাইব জীবনে চলার পথের প্রতিটা ঘাত প্রতিঘাতে যেন শক্তি খুঁজে পাই। উল্লেখ্য, কিছু দিন আগেই নায়িকা জানিয়েছিলেন তিনি ঠিক কতটা খুশি দেবমাল্য জীবনে আসার পর। কী ভাবে প্রেম হল তাঁদের? অভিনেত্রী জানান দেবমাল্য তাঁর ছোটবেলার বন্ধু। তিনি বলেন, “দেবমাল্য আমার ছোটবেলার বন্ধু। বহু বছর ধরে আমরা পরস্পরকে চিনি। তারপরই মনে হল বন্ধুত্বকে আরও একধাপ এগোনো যায়। আমরা ভাল আছি।” না নায়িকা কবে বিয়ে করছেন? সে কথা অবশ্য এখনও জানা যায়নি। সেই দিনটি দেখার অপেক্ষায় অভিনেত্রীর অনুরাগীরা।

Next Article