পরনে ক্রুশে বোনা বিকিনি, হলিডে মুডে মিমি চক্রবর্তী

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 22, 2025 | 8:09 PM

তিনি যখনই হাতে সময় পান তখনই বেরিয়ে পড়েন ঘুরতে। কাজ, পরিবার আর ভ্রমণ--- এই তিনটিই নায়িকার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। তিনি হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অবশ্য দর্শক মনে আরও কৌতূহলের শেষ নেই।

পরনে ক্রুশে বোনা বিকিনি, হলিডে মুডে মিমি চক্রবর্তী

Follow Us

তিনি যখনই হাতে সময় পান তখনই বেরিয়ে পড়েন ঘুরতে। কাজ, পরিবার আর ভ্রমণ— এই তিনটিই নায়িকার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। তিনি হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অবশ্য দর্শক মনে আরও কৌতূহলের শেষ নেই। এই মুহূর্তে অবশ্য ছুটি ছুটি মুডে নয়িকা। একের পর এক নতুন ছবি পোস্ট করেছেন তিনি। নিয়ন সবুজ রঙের একটা শর্টস আর ক্রুশে বোনা বিকিনিতে নায়িকার ছবি রীতিমতো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। নায়িকার ভক্তরা সবাই মোটামুটি জানেন মিমি ঘুরতে খুবই ভালবাসেন। সমুদ্রের পারে যে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নায়িকা তা দেখে অনেকের মনেই প্রশ্ন, কে তুলে দিচ্ছে নায়িকার এমন সব ছবি। তিনি কোথায় ঘুরতে গিয়েছেন সেটা যেমন জানা যায়নি। আবার তাঁর এত ভাল ভাল সব ছবি কে তুলেই বা দিচ্ছেন?

অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন সেই ব্যক্তি। না, কাউকেই কোনও উত্তর দেননি নায়িকা। এমনকী মিমির কমেন্ট বক্সে পার্নো মিত্রের কমেন্ট দেখে নেটমাধ্যমেও সকলের একই প্রশ্ন, মিমির মনের মানুষ কে? সেই উত্তর এখনও মেলেনি। অভিনেত্রীর এবারের ডেস্টিনেশন কী, তাও জানা যায়নি এখনও। তবে তিনি সকলের নজর কাড়ছেন, দারুণ স্টাইল স্টেটমেন্টে।

 

Next Article