পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে!ছবির প্রস্তাব রাতারাতি ফেরান মাধুরী

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 19, 2024 | 4:57 PM

সলমন খানের জীবনে প্রথম বড় ব্রেক হয়ে দাঁড়ায় হাম আপকে হ্যায় কৌন ছবি। এর আগে যখন তিনি ম্যানে পেয়ার কিয়া করেছিলেন তখন কেরিয়ারে এক বড় বিরতি চলে আসে। এই ছবি করার পর তাঁকে সেভাবে কেউ বলিউডে ব্রেক দিতে চাননি, যদিও সেই ছবি যথেষ্ট দর্শক মনে জায়গা করে নেয়।

পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে!ছবির প্রস্তাব রাতারাতি ফেরান মাধুরী

Follow Us

সলমন খানের জীবনে প্রথম বড় ব্রেক হয়ে দাঁড়ায় হাম আপকে হ্যায় কৌন ছবি। এর আগে যখন তিনি ম্যানে পেয়ার কিয়া করেছিলেন তখন কেরিয়ারে এক বড় বিরতি চলে আসে। এই ছবি করার পর তাঁকে সেভাবে কেউ বলিউডে ব্রেক দিতে চাননি, যদিও সেই ছবি যথেষ্ট দর্শক মনে জায়গা করে নেয়। এরপর হাম আপকে হ্যায় কৌন ছবি করার পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। তবে এই ছবি নিয়ে প্রথম বেজায় আপত্তি করেছিলেন মাধুরী দীক্ষিত। কারণ তাঁকে প্রথমে তাব্বুর চরিত্র করতে বলা হয়েছিল। তবে এই চরিত্রে সলমন খানকে পায়ে হাত দিয়ে মাধুরীকে প্রমাণ করতে হতো।

পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান। তখন সলমন খান মাত্র ৫০০০টাকা পারিশ্রমিকের বিনিময়ে এই ছবি করেছিলেন। এরপর থেকেই ধীরে ধীরে সিনে দুনিয়ায় চাহিদা বাড়ে সলমন খানের। একটা সময় সলমন নিজেই প্রশ্ন করেছিলেন তাঁর বাবা সেলিমকে, তিনি অভিনয় ছেড়ে দিতে চান। তবে ভাগ্যে ছিল অন্য কিছু লেখা। কিছু দিনের মধ্যেই একের পর এক ছবির প্রস্তাব আসতে থাকে তাঁর ঝুলিতে। যা নিয়ে রীতিমত খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন সলমন খান। যদিও শোনা যায় সেলিম খান রমেশ সিপ্পির কাছে অনুরোধ রেখেছিলেন, যাতে সলমনকে ছবিতে নিচ্ছেন এখন কথা তিনি জানান, তাহলেই সকলে সলমনের কাছে প্রস্তাব নিয়ে হাজির হবে। তেমনটাই হয়েছিল।

Next Article