কেমন যাবে আপনার শনিবার? জেনে নিন রাশিফল

Horoscope Today on November 08 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।

কেমন যাবে আপনার শনিবার? জেনে নিন রাশিফল

| Edited By: আকাশ মিশ্র

Nov 08, 2025 | 12:30 AM

মেষ রাশি – দিনের শুরুটা ভাল হলেও, বেলা গড়াতেই কিছুটা সমস্যা দেখা দিতে পারে। মাথা যন্ত্রণায় ভুগতে পারেন। পরিবারের বয়স্কদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। একটু ভেবে চিন্তে কথা বলুন।

বৃষ রাশি – আজকের দিনটা মোটের উপর ভালই যাবে। নিজেকে একটু সময় দিন। চট করে কাছে পিঠে কোথায় ঘোরার সুযোগ আসতে পারে। তবে অতিরিক্ত ব্যয়ের হাত থেকে বাঁচুন।

মিথুন রাশি – আজকের দিনটা খুবই শুভ ফলদায়ক। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। পুরনো কোনও বকেয়া টাকা পেয়ে যেতে পারেন। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।

কর্কট রাশি – জীবনে নতুন কোনও মানুষ আসার সম্ভাবনা রয়েছে। এই মানুষটিই বয়ে নিয়ে আসবে নতুন সুযোগ। প্রেম-প্রীতির যোগ রয়েছে।

সিংহ রাশি – দুম করেই বদলে যাবে আপনার জীবন। ভয় পাওয়ার কিছু নেই। ভাল সময় আসতে চলেছে। নিজেকে তৈরি রাখুন। তবে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরী।

কন্যা রাশি – কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যাঁরা বহুদিন ধরে চাকরির চেষ্টা করছেন, তাঁদের পক্ষে দিনটা খুব শুভ। তবে স্বাস্থ্যের দিকে নজর দিন। দুম করে শরীর খারাপ হতে পারে।

তুলা রাশি – বাড়িতে প্রচুর অতিথি সমাগামের সম্ভাবনা রয়েছে। মোটের উপর দিনটা বেশ শুভ। পুরনো কোনও বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। যে সাহায্য আপনার জীবন বদলে দেবে।

বৃশ্চিক রাশি –  নিজের আবেগকে সামলে রাখুন। নাহলে বিপদে পড়তে পারেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন। কম কথা বলুন। দিনটির শুরুটা খারাপ হলেও, দিনের শেষে সুখবর পাবেন।

ধনু রাশি – ধনু রাশির জাতকের পক্ষে দিনটা মোটের উপর শুভ। তবে পারলে আজকের দিনটায় কম কথা বলুন। বরং বেশি কথা শুনুন। বাড়ির বয়স্ক কোনও সদস্যের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাই একটু সাবধান।

মকর রাশি – কম কথা বলুন। কম ব্যয় করুন। সন্তানদের সঙ্গে সম্পর্কে উন্নতি। তবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এছাড়া মোটের উপর দিনটা শুভ।

কুম্ভ রাশি – খুব শীঘ্রই আপনার জীবনে দারুণ সুযোগ আসতে চলেছে। কর্মক্ষেত্রেও উন্নতি। তবে নিজেকে একটু সময় দিন। তীর্থক্ষেত্রে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে।

মীন রাশি – পরীক্ষার্থীদের জন্য দিনটা বেশ শুভ। পরীক্ষায় শুভফলের আশা করতে পারেন। যাঁরা বিদেশে চাকরির খোঁজ করছেন, তাঁরা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। প্রেম, প্রীতির যোগাযোগ রয়েছে।