
মেষ রাশি – আজকের দিনটা আপনার পক্ষে বেশ শুভফলদায়ক। দুম করে প্রচুর অর্থপ্রাপ্তি হতে পারে। যাঁরা বহুদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, তাঁরা সুযোগ পাবেন।
বৃষ রাশি – বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটা মিশ্র ফলদায়ক। পুরনো কোনও বন্ধু ফের জীবনে আসতে পারে। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। শরীরের দিকে একটু নজর দিন।
মিথুন রাশি – আজকের দিনটা মিথুন রাশির জাতকদের জন্য একেবারে সুপারহিট। লটারি কাটার কথা ভাবলে, দেরি করবেন না। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
কর্কট রাশি – দূরদেশ থেকে সুখবর পেতে পারেন। বাড়িতে প্রচুর অতিথি আগমণ হতে পারে। তবে শরীরের দিকে একটু নজর দিন। গলা ব্যথায় কষ্ট পেতে পারেন।
সিংহ রাশি – নিজেকে একটু সময় দিন। বহুদিনের স্বপ্নপূরণ হতে পারে। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে। জীবনে নতুন কারও প্রবেশ স্পষ্ট দেখা যাচ্ছে। সব মিলিয়ে দিনটা বেশ ভাল।
কন্যা রাশি – খুব শীঘ্রই আপনার জীবনে দারুণ সুযোগ আসতে চলেছে। কর্মক্ষেত্রেও উন্নতি। তবে নিজেকে একটু সময় দিন। তীর্থক্ষেত্রে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে।
তুলা রাশি – তুলা রাশির জাতকের পক্ষে দিনটা মোটের উপর শুভ। তবে পারলে আজকের দিনটায় কম কথা বলুন। বরং বেশি কথা শুনুন। বাড়ির বয়স্ক কোনও সদস্যের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাই একটু সাবধান।
বৃশ্চিক রাশি – মোটের উপর দিনটা শুভ। তবে গোপন শত্রুর থেকে একটু সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে চোখ, কান, খোলা রাখুন। নাহলে সমস্যা বাড়তে পারে।
ধনু রাশি – হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হতে পারে। তাই একটু সজাগ থাকুন। বাড়ির বয়ষ্ক সদস্যদের দিকে নজর দিন। নাহলে বিপাকে পড়তে পারেন।
মকর রাশি – মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটা বেশ ভাল। পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে। তবে খাওয়া-দাওয়ার উপর একটু নজর দিন।
কুম্ভ রাশি – খুব শীঘ্রই আপনার জীবন বদলাতে চলেছে। শারীরিক ও মানসিক দিক থেকে তৈরি থাকুন। এই পরিবর্তনে আপনার ভালই হবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে।
মীন রাশি – পরীক্ষার্থীদের জন্য দিনটা বেশ শুভ। পরীক্ষায় শুভফলের আশা করতে পারেন। যাঁরা বিদেশে চাকরির খোঁজ করছেন, তাঁরা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। প্রেম, প্রীতির যোগাযোগ রয়েছে।