Maha Kumbh Mela 2025: পায়ের ছোঁয়ায় সারবে ক্যান্সারও! মহাকুম্ভে গিয়ে ‘ভাইরাল’ এই বাবা
Maha Kumbh Mela 2025: ২০০৭ সাল থেকেই মানুষের নানা জটিল রোগ সারিয়েছেন তিনি। তাঁর দাবি, 'কোনও ওষুধও খেতে লাগবে না। আমার পায়ের ছোঁয়া পেলে, আমার সঙ্গে ফোনে কথা বললে এবং ইউটিউবে আমার মন্ত্র শুনে জপ করলেই যে কোনও প্রকার রোগের নিরাময় হয়ে যাবে।'
![Maha Kumbh Mela 2025: পায়ের ছোঁয়ায় সারবে ক্যান্সারও! মহাকুম্ভে গিয়ে 'ভাইরাল' এই বাবা Maha Kumbh Mela 2025: পায়ের ছোঁয়ায় সারবে ক্যান্সারও! মহাকুম্ভে গিয়ে 'ভাইরাল' এই বাবা](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Kumbh-Viral-Baba.jpg?w=1280)
প্রয়াগরাজ: বাবার ছোঁয়া পেলেই সেরে যাবে যে কোনও রোগ। তাই মহাকুম্ভে পুণ্যার্থীদের কাছে এখন ‘সেরার সেরা’ তিনি। ঠিক কী ঘটাচ্ছেন এই সাধু বাবা? ভক্তদের দাবি, বাবা পায়ের করে ছোঁয়া পেলেই সেরে যাবে যে কোনও ভয়াবহ রোগ।
নাম বাবা আর্তত্রণা। থাকেন ওড়িশায়। কিন্তু আপাতত হাজির হয়েছেন মহাকুম্ভেও। আর তাঁকে ঘিরে পুণ্যার্থীদের ভিড়। ক্য়ান্সার থেকে যে কোনও প্রকার মহামারি, নিজের পায়ে ছোঁয়াতেই সারিয়ে দেন, দাবি খোদ সেই সাধু বাবার।
ইতিমধ্যেই বাবার এই দাবি ঘিরে, তাঁর দর্শন পেতে লাইনে দাঁড়িয়েছেন সারি সারি মানুষজন।
একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সাধু বাবা জানিয়েছেন, ২০০৭ সাল থেকেই মানুষের নানা জটিল রোগ সারিয়েছেন তিনি। তাঁর দাবি, ‘কোনও ওষুধও খেতে লাগবে না। আমার পায়ের ছোঁয়া পেলে, আমার সঙ্গে ফোনে কথা বললে এবং ইউটিউবে আমার মন্ত্র শুনে জপ করলেই যে কোনও প্রকার রোগের নিরাময় হয়ে যাবে।’
তবে এখানেই থামেননি সেই সাধু বাবা। করোনা পর্বেও হাজার হাজার মানুষকে তাঁর এই বিকল্প চিকিৎসা প্রদান করেছেন বলেই দাবি করেন তিনি। তাঁর কথায়, ‘যখন করোনা এসেছিল, তখন শুধুমাত্র স্পর্শ দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সুস্থ করেছি।’
তবে তাঁর এই ‘জাদুকরী ক্ষমতা’ কিন্তু দেশের অন্দরেই সীমাবদ্ধ রাখেননি বাবা। বিদেশে তৈরি করেছেন নিজের নাম, দাবি করছেন তিনি। তাঁর কথায়, ‘শুধু ওড়িশা কিংবা দেশের মধ্যেই নয়। দেশের বাইরে গিয়ে মানুষকে সুস্থ করেছি। আমার মাথায় শিবের হাত রয়েছে। সেই আর্শীবাদেই বিশ্বের জটিল থেকে জটিলতম রোগ সারিয়ে ফেলতে পারি।’
বিজ্ঞপ্তি: টিভি৯ বাংলা কোনও প্রকার অন্ধবিশ্বাসকে বা কুসংস্কারকে সমর্থন করে না। এটি সম্পূর্ণ রূপে একটি বিনোদন ও তথ্য ভিত্তিক প্রতিবেদন।
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)