Balochistan: স্বাধীন হওয়ার পথে? পাকিস্তানের পতাকা টেনে নামাল বালুচিস্তান

Balochistan: নিয়ন্ত্রণরেখায় লাগাতার উসকানি দিয়ে চলেছে পাকিস্তান।   দিশেহারা পাকিস্তান আক্রোশে নিরীহ মানুষকে টার্গেট করছে। জনবসতি লক্ষ্য করে গোলাবর্ষণ চলছে। ইতিমধ্যেই ১৬ জনের মৃত্যুর খবর সামনে আসছে। তার মধ্যে তিন জন মহিলা, পাঁচ শিশুও রয়েছে।

Balochistan: স্বাধীন হওয়ার পথে? পাকিস্তানের পতাকা টেনে নামাল বালুচিস্তান
পাকিস্তানের পতাকা টেনে নামাল বালুচিস্তান!Image Credit source: X Handle

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 08, 2025 | 5:46 PM

নয়া দিল্লি: অপারেশন সিঁদুর আর তার প্রেক্ষিতে ভারত পাকিস্তান যুদ্ধ আবহ। এর মধ্যে দেশের অন্দরে গৃহযুদ্ধের পরিস্থিতি পাকিস্তানে!  বালুচিস্তানের বালোচ বিদ্রোহীরা টেনে নামাল পাকিস্তানের পতাকা, বদলে হিংলাজে উড়ালেন বালুর লিবারেশন আর্মির পতাকা। এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ঘরেই প্রবল চাপে পাকিস্তান।

নিয়ন্ত্রণরেখায় লাগাতার উসকানি দিয়ে চলেছে পাকিস্তান।   দিশেহারা পাকিস্তান আক্রোশে নিরীহ মানুষকে টার্গেট করছে। জনবসতি লক্ষ্য করে গোলাবর্ষণ চলছে। ইতিমধ্যেই ১৬ জনের মৃত্যুর খবর সামনে আসছে। তার মধ্যে তিন জন মহিলা, পাঁচ শিশুও রয়েছে। এর মাঝেই দেশের অন্দরে গৃহযুদ্ধের পরিস্থিতি পাকিস্তানে! শহরে-শহরে বিস্ফোরণ, হামলা। নিশানায় সেনাকর্তারা।


বুধবারই বালুচিস্তানে জোড়া বিস্ফোরণে উড়েছে সেনা কনভয়। প্রাণ গিয়েছে অন্তত ১৪ সেনা আধিকারিকের। হামলার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহীরা। ইতিমধ্যে হামলার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তার মধ্যেই পাকিস্তানের পতাকা টেনে নামানোর ভিডিয়ো এল সামনে।

এর আগে ২০১৬ সালে পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলেছিল বালুচিস্তান। বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে পাক সন্ত্রাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খোলার পর কৃতজ্ঞতা জানাতে ভারতের জাতীয় পতাকা উড়িয়েছিল বালুচিস্তান।