আলু-থালু পোশাক, হোটেলের বিছানায় ছড়িয়ে ছিটিয়ে ৫ মহিলার দেহ! বছর শেষে হাড়হিম করা কাণ্ড

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 01, 2025 | 10:50 AM

Crime: হোটেলের সাফাই কর্মীরাই প্রথমে মৃতদেহগুলি দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। হোটেল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

আলু-থালু পোশাক, হোটেলের বিছানায় ছড়িয়ে ছিটিয়ে ৫ মহিলার দেহ! বছর শেষে হাড়হিম করা কাণ্ড
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

লখনউ: বছরের শুরুতেই ভয়ঙ্কর কাণ্ড। হোটের রুম থেকে উদ্ধার হল মৃতদেহ। তাও আবার একটি নয়, পাঁচটি! এক যুবকের বিরুদ্ধে তাঁর মা ও  চার বোনকে খুনের অভিযোগ উঠল। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার উত্তর প্রদেশের লখনউয়ের একটি হোটেল থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার হয়। হোটেলের সাফাই কর্মীরাই প্রথমে মৃতদেহগুলি দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। হোটেল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

জেরায় জানা গিয়েছে, পারিবারিক বচসার জেরেই অভিযুক্ত তাঁর মা ও চার বোনকে খুন করেছে। ধৃতের নাম আরসাদ (২৪)। তারা আগ্রার বাসিন্দা। বছর শেষে মা ও চার বোন- আলিয়া (৯), আলসিয়া (১৯), আকসা (১৬) ও রহমিন (১৮)-কে নিয়ে লখনউয়ের একটি হোটেলে উঠেছিল। সেখানেই গোটা পরিবারকে খুন করে অভিযুক্ত।

দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক টিম এসে নমুনা সংগ্রহ করেছে। কী কারণে এমন চরম পদক্ষেপ করল অভিযুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Next Article