নয়াদিল্লি: তিনদিনের সফরে আমেরিকা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন মুলুকে তিনদিন তাঁর ঠাসা কর্মসূচি ছিল। কোয়াড সম্মেলনে যোগ দিয়েছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আবার বিশ্বের প্রথম সারির
টেকনোলজি সংস্থাগুলির সিইও-দের সঙ্গেও বৈঠক করেন তিনি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে বক্তব্য রাখেন। তিনদিনের সফরকে ফলপ্রসূ বলেছেন প্রধানমন্ত্রী। মোদীর ‘সফল’ আমেরিকা সফর নিয়ে উচ্ছ্বসিত এনডিএ জোটের নেতারা। মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন নীতীশ কুমার থেকে জিতনরাম মাঝি।
মোদীর প্রশংসা করে এক্স হ্যান্ডলে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার লেখেন, “মোদীর আমেরিকা সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। এর পাশাপাশি আর বিনিয়োগ আসবে দেশে। দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়াতে মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদীর সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
आदरणीय प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी की अभी हाल की अमेरिका यात्रा के दौरान दोनों देशों के बीच निवेश बढ़ाने को लेकर लिए गए निर्णय स्वागत योग्य हैं। दोनों देशों के बीच लिए गए निर्णयों से अत्याधुनिक तकनीकी क्षेत्रों में निवेश बढ़ेगा और विकास के नए रास्ते खुलेंगे।
बिहार के लोग…— Nitish Kumar (@NitishKumar) September 24, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, “এরকম একজন রাষ্ট্রনায়কের অধীনে কাজ করতে পেরে আমরা ভাগ্যবান। সফল আমেরিকা সফর শেষে প্রধানমন্ত্রী মোদীর দেশে ফেরাকে স্বাগত জানাই।”
I welcome Hon’ble PM Shri. @narendramodi Ji as he returns to the country after his successful visit to the United States. We are lucky to be working under the leadership of such a statesman. He has strengthened India’s position in the comity of nations and has unarguably emerged…
— N Chandrababu Naidu (@ncbn) September 24, 2024
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও মোদীর ‘সফল’ আমেরিকা সফরের প্রশংসা করেন। তিনি বলেন, মোদীর আমেরিকা সফরের ফলে দেশে বিনিয়োগ বাড়বে। এবং মহারাষ্ট্র লাভবান হবে। একইসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর আরও একবার দেখাল কেন তিনি বিশ্বনেতা।”
PM @narendramodi ji’s USA visit has shown once again why he is a global statesman and trendsetter par excellence. In a short visit, he has been able to cover many sectors, which will strengthen India’s journey to progress.
As Indians, we feel very proud to see when our Prime…
— Eknath Shinde – एकनाथ शिंदे (@mieknathshinde) September 24, 2024
প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন জেডি(এস) নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “আমেরিকায় আরও একটি সফল সফর সেরে প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে স্বাগত জানাই। এত কম সময়ে এতগুলো ইস্যুর মোকাবিলা করা দেখে আমি বিস্মিত।”
मैं संयुक्त राज्य अमेरिका की एक और सफल यात्रा के बाद माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी का स्वागत करता हूं। इतने कम समय में उन्होंने जिन व्यापक मुद्दों को संभाला, वह वास्तव में आश्चर्यजनक है। तीन दिनों में उन्होंने परमाणु ऊर्जा, सर्वाइकल कैंसर वैक्सीन, सेमीकंडक्टर्स, एआई,… pic.twitter.com/RsM3z1uZdO
— ಹೆಚ್.ಡಿ.ಕುಮಾರಸ್ವಾಮಿ | H.D.Kumaraswamy (@hd_kumaraswamy) September 24, 2024
প্রধানমন্ত্রী মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি। তিনদিনের সফরে মোদীর ঠাসা কর্মসূচির উল্লেখ করে তিনি বলেন, “তিনদিনের সফরে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। যা দেশের উন্নয়নে ফলপ্রসূ হবে। আমেরিকা সফরে মোদীজি যে ভালবাসা পেয়েছেন, তা দেখে প্রত্যেক ভারতবাসী গর্বিত। সেজন্যই সারা বিশ্ব বলছে, মোদী ভারতের গর্ব।”
वैश्विक नेता और मां भारती के प्रिय पुत्र प्रधानमंत्री नरेंद्र मोदी जी यूएसए की अपनी तीन दिवसीय यात्रा के समापन के बाद आज वापस भारत लौट रहें हैं।
अपनी तीन दिवसीय यात्रा के दौरान न्यूयॉर्क में संयुक्त राष्ट्र में क्वाड लीडर्स समिट और भविष्य के शिखर सम्मेलन (SOTF) में भाग लिया जो… pic.twitter.com/EoZ1DEkWz4— Jitan Ram Manjhi (@jitanrmanjhi) September 24, 2024