Pahalgam: ভারতীয় পড়ুয়াকে ফোন পাক গুপ্তচরের! কী জানার চেষ্টা করলেন? শুনুন, ফাঁস অডিয়ো

Pahalgam: বাবার সঙ্গে তাঁর ছেলেমেয়ারা যোগাযোগ করতে পারছে না, এই ছুতো করে ফোন! আর তারপর ভারতীয় সেনা ছাউনি ছেড়ে কোন পথে রওনা হয়েছে, তা জানার চেষ্টা। সড়কপথে যাবে নাকি অন্য কোনও পথে, সেটাই জানার আপ্রাণ চেষ্টা চলে। যদিও এই ভারতীয় পড়ুয়া বুদ্ধির জোরে গোটা বিষয়টি এড়িয়ে যান।

Pahalgam: ভারতীয় পড়ুয়াকে ফোন পাক গুপ্তচরের! কী জানার চেষ্টা করলেন? শুনুন, ফাঁস অডিয়ো
ভারতীয় পড়ুয়াকে পাক গুপ্তচরের ফোন!Image Credit source: TV9 Bangla

Apr 29, 2025 | 2:43 PM

কলকাতা: ভারতের রণকৌশল জানার চেষ্টা করছে পাকিস্তান। সামনে এল এক বিস্ফোরক কল রেকর্ডিং। ভারতীয় এক পড়ুয়াকে ফোন করে প্রথমে খোঁজখবর নেওয়া , হয়। তারপরই খুলল আসল মুখোশ। ভারতীয় সেনার সমরসজ্জা, গতিবিধি জানার চেষ্টা পাক গুপ্তচরের।

শুনুন কী বললেন পাক গুপ্তচর?

আসলে বাবার সঙ্গে তাঁর ছেলেমেয়ারা যোগাযোগ করতে পারছে না, এই ছুতো করে ফোন! আর তারপর ভারতীয় সেনা ছাউনি ছেড়ে কোন পথে রওনা হয়েছে, তা জানার চেষ্টা। সড়কপথে যাবে নাকি অন্য কোনও পথে, সেটাই জানার আপ্রাণ চেষ্টা চলে। যদিও এই ভারতীয় পড়ুয়া বুদ্ধির জোরে গোটা বিষয়টি এড়িয়ে যান।

পহেলগাঁও হামলার সাত দিন পর জঙ্গিরা কোথায় লুকিয়ে, তা লোকেট করতে পেরেছে ভারতীয় সেনা। দক্ষিণ কাশ্মীরের এক জায়গায় (নিরাপত্তার কারণে সেই নাম প্রকাশ্যে আনা হচ্ছে না) সেখানে চলছে এনকাউন্টার। চার জঙ্গিকে ঘিরে ধরে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর সেনা সূত্রে। পহেলগাঁও হত্যালীলার পর অনন্তগাঁওয়ের হাপাতনারের জঙ্গলে পালায় জঙ্গিরা।  সেখান থেকে সরে যায় ত্রালের দিকে, তারপর সেখান থেকে কুলগাঁওয়ের দিকে সরে যায় জঙ্গিরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, যে জায়গায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে, অনুমান করে গুলি চালানো হচ্ছিল, সেখান থেকেও পাল্টা গুলিবর্ষণ হচ্ছিল। কিন্তু এখন প্রত্যাঘাত বন্ধ হয়েছে। হয়তো সেখান থেকেও পালিয়ে গিয়ে থাকতে পারে জঙ্গিরা।