Pakistan Attacks: পরপর ৩ রাজ্যে পাক হামলা, পাকিস্তানের ৮টি ক্ষেপণাস্ত্র ভেঙে গুড়িয়ে দিল ভারত

Pakistan Attacks: আগেই ভারতের উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু, ভারতের পরাক্রমশালী এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে পরাস্ত হয় ইসলামাবাদ।

Pakistan Attacks: পরপর ৩ রাজ্যে পাক হামলা, পাকিস্তানের ৮টি ক্ষেপণাস্ত্র ভেঙে গুড়িয়ে দিল ভারত
পাক হামলা আটাকল ভারত

| Edited By: জয়দীপ দাস

May 08, 2025 | 10:16 PM

জম্মু: ফের পাকিস্তানের প্ল্যান বানচাল করে দিল ভারত। এবার উপত্যকায় চলল সুদর্শন চক্র। পাকিস্তানের আট আটটি মিসাইল ভেঙে গুড়ি দিল ভারত। সূত্রের খবর, ফের ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ দেখাল কামাল। আরএসপোড়াতে টুকরো টুকরো হয়ে গেল পাক ক্ষেপনাস্ত্র। মোট আটটি ক্ষেপণাস্ত্রকে গুড়িয়ে ভারত। 

অন্যদিকে এদিন সন্ধ্যার পরেই জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সূত্রের খবর, পরপর প্রায় ৫ থেকে ৬টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বেজে ওঠে সাইরেন। গোটা জম্মু ব্ল্যাক আউট হয়ে যায়। ব্ল্যাক আউট রাজৌরিতেও। আকাশে দেখা যায় ড্রোন। অন্যদিকে জম্মুর পাশাপাশি এদিন কুপওয়ারাতেও পরপর গুলির শব্দ শোনা যায়। অন্যদিকে এদিন রাজস্থান সীমান্তেও ব্ল্যাকআউটের ছবি দেখা যায়। জয়সালমের থেকেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থানের মতো তিন রাজ্যকে নিশানা হামলার চেষ্টা করেছে পাকিস্তান। 

প্রসঙ্গত, আগেই  ভারতের উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু, ভারতের পরাক্রমশালী এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে পরাস্ত হয় ইসলামাবাদ। কোনও ক্ষতিই করতে পারেনি ভারতের। উল্টে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এস -৪০০ থেকে মোট ৭২টি মিসাইল ছোড়া হয়েছে। যেগুলির প্রায় সবক’টি নির্ভুলভাবে আঘাত করেছে পাকিস্তানের মিসাইল এবং ড্রোনকে। ভেস্তে গিয়েছে পাকিস্তানের ‘প্রত্যাঘাতের’ স্বপ্ন।