Rare Coin Sell: নেহরুর ছবি থাকা ৫ টাকার কয়েন আছে? রাতারাতি পেতে পারেন মোটা টাকা

Feb 04, 2024 | 8:00 AM

১ টাকা, ২ টাকা বা ৫ টাকার কয়েনই আপনাকে পাইয়ে দিতে পারে ৫-১০ হাজার বা তারও বেশি টাকা। তবে সব কয়েন থেকেই যে একই রকম দাম পাওয়া যায় এমন নয়। তবে বিশেষ ধরনের কিছু কয়েনেক দাম সত্যিই আকাশছোঁয়া। সেই কয়েন যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে রাতারাতি হতে পারে আপনার পকেট ভারী।

Rare Coin Sell: নেহরুর ছবি থাকা ৫ টাকার কয়েন আছে? রাতারাতি পেতে পারেন মোটা টাকা
জওহরলাল নেহরুর ছবি থাকা কয়েন

Follow Us

নয়াদিল্লি: অনেকেরই শখ থাকে পুরনো কয়েন জমানোর। নিজেদের সংগ্রহে তাঁরা সযত্নে রেখে দেন সেই সব কয়েন। আপাত দৃষ্টিতে সেই সব কয়েন কোনও কাজে না লাগলেও, তা আপনাকে পাইয়ে দিতে পারে মোটা অঙ্কের টাকা। যা হয়তো কয়েনের মূল্যের তুলনায় কয়েক হাজার গুণ বেশি। ১ টাকা, ২ টাকা বা ৫ টাকার কয়েনই আপনাকে পাইয়ে দিতে পারে ৫-১০ হাজার বা তারও বেশি টাকা। তবে সব কয়েন থেকেই যে একই রকম দাম পাওয়া যায় এমন নয়। তবে বিশেষ ধরনের কিছু কয়েনেক দাম সত্যিই আকাশছোঁয়া। সেই কয়েন যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে রাতারাতি হতে পারে আপনার পকেট ভারী। ওই ধরনের কয়েন সংগ্রহ করতে চাইলেও মোটা টাকা দিতে হতে পারে আপনাকে।

১৯৮৯ সালের ৫ টাকার কয়েন চড়া দামে বিক্রি হচ্ছে অনলাইনে। ১৯৮৯ সালের সেই ৫ টাকার কয়েনের এক দিকে রয়েছে অশোকস্তম্ভ এবং কয়েনের মূল্য। অপর পিঠে রয়েছে ভারতের প্রথণ প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছবি। এই কয়েনের একটির দাম উঠেছে ৫ হাজার টাকায়। এই কয়েন একটি থাকলেই আপনি পেতে পারেন পাঁচ হাজার টাকা।

অনলাইনে মুদ্রার লেনদেন হয়, এ রকম সাইটে এই বিশেষ ধরনের ৫ টাকার কয়েন বিক্রি হচ্ছে। সেখানে গিয়ে আপনি এটি কিনতে পারেন। আবার বিক্রি করতে চাইলে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে পারেন।