Stone Pelting: লাগাতার ঢিলে ভাঙল স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসের কাঁচ, আহত যাত্রীরা, স্টেশন ছাড়তেই আবার হামলা!

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 27, 2024 | 11:19 AM

Bihar: বৃহস্পতিবার রাতে বিহারের সমস্তিপুরের উপর দিয়ে যখন ট্রেনটি পার করছিল, সেই সময় হঠাৎ ট্রেনে হামলা হয়। ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। ইট ও কাঁচের টুকরো লেগে আহত হন কয়েকজন যাত্রী।

Stone Pelting: লাগাতার ঢিলে ভাঙল স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসের কাঁচ, আহত যাত্রীরা, স্টেশন ছাড়তেই আবার হামলা!
ভাঙল ট্রেনের জানালা।
Image Credit source: X

Follow Us

পটনা: এতদিন হামলার মুখে পড়ছিল বন্দে ভারত এক্সপ্রেস। এবার অন্য ট্রেনেও হামলা শুরু। স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হল ইট-পাথর। ভাঙল ট্রেনের জানালা। ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরাও।

জানা গিয়েছে, জৈনগর থেকে দিল্লি যাচ্ছিল স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস। বৃহস্পতিবার রাতে বিহারের সমস্তিপুরের উপর দিয়ে যখন ট্রেনটি পার করছিল, সেই সময় হঠাৎ ট্রেনে হামলা হয়। ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। ইট ও কাঁচের টুকরো লেগে আহত হন কয়েকজন যাত্রী। ট্রেন দাঁড়ালে যাত্রীদের সমস্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

এরপরে ট্রেনটি সমস্তিপুর স্টেশন ছেড়ে বেরিয়ে পরবর্তী সিগন্যালে পৌঁছতেই ফের পাথর ছোড়া শুরু হয়। ট্রেনটির প্যান্ট্রিকার, তার পিছনের কামরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্লিপার কোচ লক্ষ্য করেও পাথর ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে। এরজেরে প্রায় ৪৫ মিনিট দেরী হয় ট্রেনে।

এই খবরটিও পড়ুন

এই ঘটনায় সমস্তিপুর রেলওয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। কারা এই হামলা চালিয়েছিল, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কেনই বা হঠাৎ ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Next Article