Railway: ট্রেনের মাথায় এই ফাঁকা অংশগুলি কেন থাকে জানেন, যাত্রীদের প্রাণ বাঁচাতে সাহায্য করে এটি

Sep 26, 2024 | 10:24 PM

Indian Railway: ট্রেনের ছাদে ঢাকনার মতো একটা কাঠামো থাকে। এগুলোর কার্যকারিতা সম্পর্কে অনেকেরই জানা নেই। এগুলো সাধারণ কাঠামো নয়, মানুষের জীবন বাঁচায় এগুলি। এমন অনেক বৈশিষ্ট্য আছে, যা অনেকেরই অজানা।

Railway: ট্রেনের মাথায় এই ফাঁকা অংশগুলি কেন থাকে জানেন, যাত্রীদের প্রাণ বাঁচাতে সাহায্য করে এটি
ট্রেনের মাথায় থাকে এরকম ঢাকনার মতো অংশ
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: ট্রেনে তো অনেকেই চাপেন, কিন্তু ট্রেনের কিছু কিছু বৈশিষ্ট্য অনেকেরই চোখ এড়িয়ে যায়। তবে মনে রাখা দরকার, ট্রেনের বৈশিষ্ট্যগুলোর প্রত্যেকটির পিছনেই কোনও না কোনো প্রযুক্তি আছে। ঠিক যেমন, নিশ্চয় আপনি লক্ষ্য করেছেন যে ট্রেনের ছাদে ঢাকনার মতো একটা কাঠামো থাকে। এগুলোর কার্যকারিতা সম্পর্কে অনেকেরই জানা নেই। এগুলো সাধারণ কাঠামো নয়, মানুষের জীবন বাঁচায় এগুলি।

কোনও কোনও ট্রেনের বগিতে জাল দেওয়া ছাদ থাকে, আবার কোনওটিতে ছিদ্রযুক্ত প্লেট। এই উভয় ডিজাইনই কোচের ভিতর থেকে গরম বাতাস এবং আর্দ্রতা বের করে দিতে সাহায্য করে। গরম বাতাস সব সময় উপরের দিকে উঠে যায়, তাই ট্রেনের ছাদে এই ফাঁকা জায়গা বা জালের মতো অংশগুলি থাকে। সহজেই এটি গরম বাতাস বের করতে সক্ষম হয়।

ট্রেনের ছাদে এই বিশেষ ঢাকনা না থাকলে যাত্রীদের পক্ষে প্রবল গরমে, ভিড়ে ঠাসা ট্রেনে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়ত। এগুলির পাশাপাশি কোচের ভিতরে একটি জাল ছাদও রয়েছে যা বায়ু চলাচলে সাহায্য করে।

ট্রেনে যাত্রীদের ভিড় থাকলে উত্তাপ বাড়ে এবং বাতাসে আর্দ্রতাও বেড়ে যায়। এই ঢাকনার মতো অংশগুলি এই অতিরিক্ত তাপ বের করে দিলে সহজেই কোচের ভিতরে তাজা বায়ু প্রবেশ করে। যাত্রীরা সহজেই অক্সিজেন নিতে পারেন।

Next Article