Wife with Boyfriend: হানিমুন পিরিয়ডেই ‘পগারপার’ নতুন বউ, খুঁজে দিতে পারলে স্বামী কত টাকা দেবে জানেন

Jul 20, 2024 | 9:57 PM

Wife with Boyfriend: গত ১৩ জুলাই তাঁদের বিয়ে হয়েছিল। পলাতক মহিলার স্বামী জানান, রামগড়ের বাসিন্দা ২২ বছর বয়সী এক তরুণির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। গায়ত্রী মন্দিরে বিয়ে করেছিলেন তাঁরা।

Wife with Boyfriend: হানিমুন পিরিয়ডেই পগারপার নতুন বউ, খুঁজে দিতে পারলে স্বামী কত টাকা দেবে জানেন
প্রতীকী ছবি
Image Credit source: AI Generated Image

Follow Us

শিবপুরী: বিয়ে হয়েছে সদ্য। পাড়া-প্রতিবেশীরা আশীর্বাদও করে গিয়েছেন। এবার হানিমুনে যাওয়ার কথা। হঠাৎ উধাও নতুন বউ। কোথায় গেল? খুঁজে পাওয়া তো দূরের কথা, একটা গয়না পর্যন্ত খুঁজে পেল না কেউ। স্বামীর তো মাথায় হাত। বিয়ের ঠিক তিনদিন পর কেন এভাবে পালিয়ে গেলেন স্ত্রী?

মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ঘটনা। সেই স্ত্রীকে খুঁজে বের করার জন্য পুরস্কার ঘোষণা করেছেন স্বামী। হানিমুনের আগেই প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে গিয়েছেন, এমনটাই জানা গিয়েছে প্রাথমিকভাবে। স্ত্রী। স্বামী জানিয়েছেন, পালানোর সময় আড়াই লক্ষ টাকার গয়নাও সঙ্গে নিয়ে গিয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে শিবপুরীর কলারাস থানার রামগড় গ্রামে।

স্ত্রী এভাবে চলে যাওয়ার পর লোকালয়ে রীতিমতো লজ্জার মুখে পড়েছেন স্বামী। গত ১৩ জুলাই তাঁদের বিয়ে হয়েছিল। পলাতক মহিলার স্বামী জানান, রামগড়ের বাসিন্দা ২২ বছর বয়সী এক তরুণির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। গায়ত্রী মন্দিরে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের মাত্র দুই দিন পর রাতেই বেপাত্তা হয়ে যান কনে। চলে যান বাপের বাড়িতে।

পরের দিনই অর্থৎ ১৪ জুলাই রাতে মামার বাড়ি থেকে নিখোঁজ হন ওই মহিলা। তাঁর স্বামী আরও জানান, তাঁর স্ত্রী তার মামার বাড়ি ছাড়ার সময় সঙ্গে সব গয়না নিয়ে পালিয়ে গিয়েছেন। বিদায়ীর সময় তাঁকে আড়াই লক্ষ টাকার গয়না দেওয়া হয়েছিল। এছাড়া বিয়েতেও খরচ হয়েছিল ১.২৫ লক্ষ টাকা। সন্দেহ করা হলেও এখনও পর্যন্ত স্ত্রী সম্পর্কে কিছু জানা যায়নি।

স্বামীর অভিযোগ, স্ত্রী এলাকার এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছেন, যিনি একটি জেসিবি চালান। স্বামী জানান, স্ত্রীর পালিয়ে যাওয়ার কারণে তাঁর এলাকায় বদনাম হয়ে গিয়েছে এবং তাঁর সম্মানেও আঘাত লেগেছে।

আপাতত স্ত্রীকে খুঁজতে ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি। নির্যাতিতার স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং তাঁর স্ত্রীকে খুঁজে বের করতে পারলে ১০,০০০ টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article