দ্বাদশ শ্রেণির ছাত্রের প্রেমে হাবুডুবু তিন সন্তানের মা, বিয়ে করতে যা করলেন…

Marriage: বছর তিরিশের ওই যুবতীর নাম ছিল শবনম। চলতি সপ্তাহেই হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন তিনি। নতুন নাম হয় শিবানী। জানা গিয়েছে, এর আগে যুবতী দুইবার বিয়ে করেছিল।

দ্বাদশ শ্রেণির ছাত্রের প্রেমে হাবুডুবু তিন সন্তানের মা, বিয়ে করতে যা করলেন...
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Apr 10, 2025 | 11:22 AM

লখনউ: প্রেম মানে না কোনও বাধা। প্রেমের এমন টান, ধর্ম বদল করে বিয়ে করলেন যুবতী। তাও আবার দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে! এদিকে যুবতী আগেও দুইবার বিয়ে করেছিল। তিন সন্তানও রয়েছে তাঁর। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। বছর তিরিশের ওই যুবতীর নাম ছিল শবনম। চলতি সপ্তাহেই হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন তিনি। নতুন নাম হয় শিবানী। জানা গিয়েছে, এর আগে যুবতী দুইবার বিয়ে করেছিল। প্রথমে মিরুটের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। বিবাহ বিচ্ছেদের পর তৌফিক নামক এক যুববকে বিয়ে করে। আগের পক্ষে তিনটি সন্তানও রয়েছে।

এরই মধ্যে, সম্প্রতিই তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বছর আঠেরোর এক যুবকের। দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়াকে বিয়ে করতেই, শবনম গত শুক্রবার তাঁর দ্বিতীয় স্বামী তৈফিকের থেকে তালাক নেয়। এরপর ধর্মান্তকরণ করে একটি মন্দিরে ওই যুবককে বিয়ে করে।  যুবকের মা-বাবাও এই বিয়ে মেনে নিয়েছেন। তারা জানিয়েছেন, ছেলে খুশি থাকলেই তারাও খুশি।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে ধর্মান্তকরণ বিরোধী আইন কার্যকর। জোর করে কাউকে ধর্মান্তকরণ করলে কড়া শাস্তির মুখে পড়তে হয়। পুলিশ জানিয়েছে, কোন পরিস্থিতিতে ওই যুবতী ধর্মান্তকরণ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি।