
কলকাতা: বারাসত সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক। আলোচনায় প্রবীণদের বিশেষ গুরুত্বও দিয়েছেন তিনি। পুরনোদের সম্মান দিয়ে নতুনদের নিয়ে চলার বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবীণ-নবীনদের মধ্যে একপ্রকার ভারসাম্য বজায় রেখে দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করার বার্তা দিয়েছেন তিনি।
বারাসত সাংগঠনিক জেলায় একাধিকবার গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে এসেছে। সে কারণে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। অভিষেক স্পষ্ট জানিয়েছেন, কোনওরকম গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আলাদা করেও কথা বলেন তিনি। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থান খোঁজ নেন তিনি। ব্লক সভাপতির বদল নিয়েও আলোচনা হয় বৈঠকে। তিনি সুস্পষ্ট বার্তা দিয়েছেন, ব্লক সভাপতি নিয়ে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন অভিষেক। তিনি এদিনের বৈঠকে স্পষ্ট উল্লেখ করেছেন, এক ব্যক্তি দুই পদ আঁকড়ে রাখতে পারবেন না। একটা সময়ে ‘যুব তৃণমূল’ করার জন্য ৪০ বছর ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছিলেন। অনেক ক্ষেত্রে সেটা মানা হচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই বিষয়টি সঠিকভাবে মানতে হবে বলে এদিন আরও ভালভাবে স্পষ্ট করে দেন অভিষেক।
রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এদিনের বৈঠকে স্পষ্টতই বোঝা গিয়েছে ছাব্বিশের নির্বাচনের আগে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতে নবীন প্রবীণ দ্বন্দ্ব এখন পিছনে ফেলে এসেছে তৃণমূল।