কলকাতা: আবারও সোমনাথ শ্যামের নিশানায় অর্জুন সিং। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সোমবার বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি অর্জুন সিংকে খুনি পরিবারের সদস্য বলে আক্রমণ করেন। শ্যাম-অর্জুনের এমন অহি-নকুল সম্পর্ক নতুন করে ব্যারাকপুরের রাজনীতিতে পারদ চড়াল, তা বলাই বাহুল্য। তবে এ নিয়ে প্রশ্ন করা হলে দলের মুখপাত্র কুণাল ঘোষ নীরবই থেকেছেন।
অর্জুন সিং ও সোমনাথ শ্যামের বাকযুদ্ধ সম্প্রতি তুঙ্গে উঠেছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বার্তা দিয়েছিলেন, দলে কোনও ঝগড়া তিনি মানবেন না। দলের রাজ্য সভাপতিও চেষ্টা করেছেন এই ঝামেলা মেটাতে। তবে কাজ কি হল?
এদিন বিধানসভায় দাঁড়িয়ে সোমনাথ শ্যাম বলেন, “দলের কাছে আবেদন রাখব, দলের উচ্চ নেতৃত্বের কাছে আবেদন থাকবে খুনি বা খুনি পরিবারের কাউকে কোনওমতেই দলে না রাখা হয়। তাদের যেন কোনও টিকিট দেওয়া না হয়। আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে।”
এরপরই এক সাংবাদিক প্রশ্ন করেন, তাঁর নিশানায় কি অর্জুন? সোমনাথ কোনও রাখঢাক না রেখেই বলেন, “১০০ বার। তাঁর ভাইপো এখন জেলে রয়েছে ভিকি যাদবের খুনে। এর আগেও অনেকগুলো খুনের মামলায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে চার্জশিট আছে। ইছাপুরের গোপাল মজুমদার খুনের মামলায় অর্জুন সিং অভিযুক্ত। খুনে অভিযুক্ত কাউকে দলে কীভাবে রাখা হতে পারে, তারা কীভাবে নেতৃত্ব দিতে পারে তা নিয়ে আমার প্রতিবাদ আছে।” এ নিয়ে অর্জুনের সরাসরি কোনও মন্তব্য এখনও মেলেনি। তবে দলের মুখপাত্র কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে বলেন, “আমি আপাতত এটা নিয়ে নীরব। দলের সিনিয়র নেতৃত্ব দেখছে। এই মুহূর্তে কোনও মন্তব্য করছি না।”
কলকাতা: আবারও সোমনাথ শ্যামের নিশানায় অর্জুন সিং। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সোমবার বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি অর্জুন সিংকে খুনি পরিবারের সদস্য বলে আক্রমণ করেন। শ্যাম-অর্জুনের এমন অহি-নকুল সম্পর্ক নতুন করে ব্যারাকপুরের রাজনীতিতে পারদ চড়াল, তা বলাই বাহুল্য। তবে এ নিয়ে প্রশ্ন করা হলে দলের মুখপাত্র কুণাল ঘোষ নীরবই থেকেছেন।
অর্জুন সিং ও সোমনাথ শ্যামের বাকযুদ্ধ সম্প্রতি তুঙ্গে উঠেছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বার্তা দিয়েছিলেন, দলে কোনও ঝগড়া তিনি মানবেন না। দলের রাজ্য সভাপতিও চেষ্টা করেছেন এই ঝামেলা মেটাতে। তবে কাজ কি হল?
এদিন বিধানসভায় দাঁড়িয়ে সোমনাথ শ্যাম বলেন, “দলের কাছে আবেদন রাখব, দলের উচ্চ নেতৃত্বের কাছে আবেদন থাকবে খুনি বা খুনি পরিবারের কাউকে কোনওমতেই দলে না রাখা হয়। তাদের যেন কোনও টিকিট দেওয়া না হয়। আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে।”
এরপরই এক সাংবাদিক প্রশ্ন করেন, তাঁর নিশানায় কি অর্জুন? সোমনাথ কোনও রাখঢাক না রেখেই বলেন, “১০০ বার। তাঁর ভাইপো এখন জেলে রয়েছে ভিকি যাদবের খুনে। এর আগেও অনেকগুলো খুনের মামলায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে চার্জশিট আছে। ইছাপুরের গোপাল মজুমদার খুনের মামলায় অর্জুন সিং অভিযুক্ত। খুনে অভিযুক্ত কাউকে দলে কীভাবে রাখা হতে পারে, তারা কীভাবে নেতৃত্ব দিতে পারে তা নিয়ে আমার প্রতিবাদ আছে।” এ নিয়ে অর্জুনের সরাসরি কোনও মন্তব্য এখনও মেলেনি। তবে দলের মুখপাত্র কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে বলেন, “আমি আপাতত এটা নিয়ে নীরব। দলের সিনিয়র নেতৃত্ব দেখছে। এই মুহূর্তে কোনও মন্তব্য করছি না।”