বাগুইআটি উড়ালপুলের হাইটবারে ধাক্কা সেনা বাসের, তারপর…

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 15, 2025 | 3:07 PM

শনিবার সকালে বাগুইআটি উড়ালপুলে দুর্ঘটনা। উড়ালপুলের হাইটবারে ধাক্কা মারে একটি সেনা বাস। অপর লেনের হাইটবার ভেঙে পড়ে একটি অ্যাপ কাবের বনেটের উপর। অল্পের জন্য রক্ষা পান অ্যাপ ক্যাব চালক। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন সকালে রঘুনাথপুরের দিক থেকে বাগুইআটি উড়ালপুলে কলকাতামুখী লেনে ওঠার সময় হাইটবারে ধাক্কা মেরে হাইটবারের নিচে আটকে যায় সেনা বাসটি। অপর প্রান্তের অর্থাৎ এয়ারপোর্টমুখী হাইটবারটি ভেঙে পড়ে অ্যাপ ক্যাবের উপর। অল্পের জন্য চালক রক্ষা পেলেও ব্যাপক যানজট তৈরি হয় বাগুইআটি উড়ালপুলের কলকাতামুখী লেনে। সঙ্গে সঙ্গে পৌঁছে যায় পুলিশ।

শনিবার সকালে বাগুইআটি উড়ালপুলে দুর্ঘটনা। উড়ালপুলের হাইটবারে ধাক্কা মারে একটি সেনা বাস। অপর লেনের হাইটবার ভেঙে পড়ে একটি অ্যাপ কাবের বনেটের উপর। অল্পের জন্য রক্ষা পান অ্যাপ ক্যাব চালক। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন সকালে রঘুনাথপুরের দিক থেকে বাগুইআটি উড়ালপুলে কলকাতামুখী লেনে ওঠার সময় হাইটবারে ধাক্কা মেরে হাইটবারের নিচে আটকে যায় সেনা বাসটি। অপর প্রান্তের অর্থাৎ এয়ারপোর্টমুখী হাইটবারটি ভেঙে পড়ে অ্যাপ ক্যাবের উপর। অল্পের জন্য চালক রক্ষা পেলেও ব্যাপক যানজট তৈরি হয় বাগুইআটি উড়ালপুলের কলকাতামুখী লেনে। সঙ্গে সঙ্গে পৌঁছে যায় পুলিশ।

Published on: Nov 15, 2025 01:49 PM