VIDEO: তৃণমূলের বিরুদ্ধে ভোট বলেই উল্টোডাঙার আবাসনে অটো-মিছিল? ববি শুনেই বললেন…

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Jun 07, 2024 | 9:53 PM

Ultadanga: মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, “অটো, বাইক নিয়ে যারা ঢুকছে, তারা হয়ত আগেও ঢুকত, এখনও ঢুকছে। রেজাল্ট বেরিয়েছে বলে হয়ত অনেকে ভাবছেন। এরকম অনেক আছে পাড়ার ছেলে, অটো নিয়ে ঢুকে যাচ্ছে বা বাইক নিয়ে ঢুকে গিয়েছে। এরসঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।”

Follow Us

কলকাতা: ক্ষমতা হাতে থাকলে অনেক সময়ই অনেক অসম্ভব সম্ভব হয়। একটা ভিডিয়ো ঘিরে দানা বেধেছে বিতর্ক। যদিও তার সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি। তবে তা উল্টোডাঙার একটি আবাসনের ভিতরের ভিডিয়ো বলে অভিযোগ।

ভিডিয়োয় দেখা যাচ্ছে আবাসনের ভিতরে প্রচুর হলুদ-সবুজ অটোর ভিড়। শুক্রবার বিকালে এই অটোগুলি ওই আবাসনের ভিতরে ঢুকে পড়ে বলে অভিযোগ। অটোগুলির গায়ে উড়ছিল তৃণমূলের পতাকা। কী কারণ? ক্ষমতার প্রদর্শন বলছেন কেউ কেউ। যদিও ফিরহাদ হাকিম জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে এর কোনও যোগই নেই।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলে, “ভিডিয়োয় দেখা যাচ্ছে আবাসনের ভিতরে অটো ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ আবাসনের যারা বাসিন্দা তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তৃণমূল এটাকেই গণতন্ত্র বলে মনে করে।”

যদিও মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, “অটো, বাইক নিয়ে যারা ঢুকছে, তারা হয়ত আগেও ঢুকত, এখনও ঢুকছে। রেজাল্ট বেরিয়েছে বলে হয়ত অনেকে ভাবছেন। এরকম অনেক আছে পাড়ার ছেলে, অটো নিয়ে ঢুকে যাচ্ছে বা বাইক নিয়ে ঢুকে গিয়েছে। এরসঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।”

কলকাতা: ক্ষমতা হাতে থাকলে অনেক সময়ই অনেক অসম্ভব সম্ভব হয়। একটা ভিডিয়ো ঘিরে দানা বেধেছে বিতর্ক। যদিও তার সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি। তবে তা উল্টোডাঙার একটি আবাসনের ভিতরের ভিডিয়ো বলে অভিযোগ।

ভিডিয়োয় দেখা যাচ্ছে আবাসনের ভিতরে প্রচুর হলুদ-সবুজ অটোর ভিড়। শুক্রবার বিকালে এই অটোগুলি ওই আবাসনের ভিতরে ঢুকে পড়ে বলে অভিযোগ। অটোগুলির গায়ে উড়ছিল তৃণমূলের পতাকা। কী কারণ? ক্ষমতার প্রদর্শন বলছেন কেউ কেউ। যদিও ফিরহাদ হাকিম জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে এর কোনও যোগই নেই।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলে, “ভিডিয়োয় দেখা যাচ্ছে আবাসনের ভিতরে অটো ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ আবাসনের যারা বাসিন্দা তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তৃণমূল এটাকেই গণতন্ত্র বলে মনে করে।”

যদিও মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, “অটো, বাইক নিয়ে যারা ঢুকছে, তারা হয়ত আগেও ঢুকত, এখনও ঢুকছে। রেজাল্ট বেরিয়েছে বলে হয়ত অনেকে ভাবছেন। এরকম অনেক আছে পাড়ার ছেলে, অটো নিয়ে ঢুকে যাচ্ছে বা বাইক নিয়ে ঢুকে গিয়েছে। এরসঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।”

Next Article