কলকাতা: এক সপ্তাহ পার। এখনও খোঁজ নেই সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের। তিনি কোথায় আছেন, কেন পুলিশ এখনও তাঁকে ধরতে পারছে না, সেই প্রশ্নগুলি উঠছে একাধিকবার। রাজ্য পুলিশও বেশ খানিকটা বিড়ম্বনায় পড়েছে। চাপ বেড়েছে নবান্নের উপর। কারণ, রাজভবনের তরফে দেওয়া হয়েছে কড়া বিবৃতি। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও চাওয়া হয়েছে রিপোর্ট। এবার সেই শাহজাহানের প্রশংসায় পঞ্চমুখ জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। যা নিয়েই শুরু হয়েছে নতুন তরজা।
প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয়। দিন কাটছে জেলে। এবার তাঁর মেয়েই শাহজাহানকে দিলেন ‘সমাজকর্মী’ তকমা। বিভিন্ন সাংবাদমাধ্যমে শাহজাহানকে ‘সমাজকর্মী’ বলে সার্টিফিকেট দিলেন তিনি। এদিকে শাহজাহান আবার জ্য়োতিপ্রিয় ঘনিষ্ঠ ছিলেন বলে খবর।
এদিকে এর আগে আদালতে ইডি দাবি করেছিল এসএসকেএমে বালু কন্যার কাছ থেকে একটি চিঠি উদ্ধার হয়। সূত্রের খবর, সেই চিঠিতে শঙ্কর আঢ্যর পাশাপাশি নাম রয়েছে শেখ শাহজাহানের। সেই সূত্রেই রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। এদিকে ইডির উপর শাহজাহান বাহিনীর হামলার ঘটনায় শোরগোল চলছে গোটা রাজ্যেই। অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্দরেও। গত এক সপ্তাহে কোনও তৃণমূল নেতাই শেখ শাহজাহানকে সমাজকর্মী তকমা দেননি। পাশে দাঁড়াতে দেখা যায়নি কোনও বড় মুখকে। কিন্তু, এখন সেই কথা শোনা গেল প্রিয়দর্শিনীর মুখে। সমাজকর্মী বলে ডেকে দিলেন দরাজ সার্টিফিকেট। ফলে, শেখ শাহজাহানকে যে প্রিয়দর্শিনীও ভাল করে চেনেন তা প্রমাণিত হয়ে গেল বলে মনে করেছেন ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। এদিকে এমনিতেই সঙ্কটে রয়েছেন বালু। এরইমধ্যে তাঁর মেয়ের মন্তব্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে নতুন অস্ত্র? উঠছে প্রশ্ন।
কলকাতা: এক সপ্তাহ পার। এখনও খোঁজ নেই সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের। তিনি কোথায় আছেন, কেন পুলিশ এখনও তাঁকে ধরতে পারছে না, সেই প্রশ্নগুলি উঠছে একাধিকবার। রাজ্য পুলিশও বেশ খানিকটা বিড়ম্বনায় পড়েছে। চাপ বেড়েছে নবান্নের উপর। কারণ, রাজভবনের তরফে দেওয়া হয়েছে কড়া বিবৃতি। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও চাওয়া হয়েছে রিপোর্ট। এবার সেই শাহজাহানের প্রশংসায় পঞ্চমুখ জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। যা নিয়েই শুরু হয়েছে নতুন তরজা।
প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয়। দিন কাটছে জেলে। এবার তাঁর মেয়েই শাহজাহানকে দিলেন ‘সমাজকর্মী’ তকমা। বিভিন্ন সাংবাদমাধ্যমে শাহজাহানকে ‘সমাজকর্মী’ বলে সার্টিফিকেট দিলেন তিনি। এদিকে শাহজাহান আবার জ্য়োতিপ্রিয় ঘনিষ্ঠ ছিলেন বলে খবর।
এদিকে এর আগে আদালতে ইডি দাবি করেছিল এসএসকেএমে বালু কন্যার কাছ থেকে একটি চিঠি উদ্ধার হয়। সূত্রের খবর, সেই চিঠিতে শঙ্কর আঢ্যর পাশাপাশি নাম রয়েছে শেখ শাহজাহানের। সেই সূত্রেই রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। এদিকে ইডির উপর শাহজাহান বাহিনীর হামলার ঘটনায় শোরগোল চলছে গোটা রাজ্যেই। অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্দরেও। গত এক সপ্তাহে কোনও তৃণমূল নেতাই শেখ শাহজাহানকে সমাজকর্মী তকমা দেননি। পাশে দাঁড়াতে দেখা যায়নি কোনও বড় মুখকে। কিন্তু, এখন সেই কথা শোনা গেল প্রিয়দর্শিনীর মুখে। সমাজকর্মী বলে ডেকে দিলেন দরাজ সার্টিফিকেট। ফলে, শেখ শাহজাহানকে যে প্রিয়দর্শিনীও ভাল করে চেনেন তা প্রমাণিত হয়ে গেল বলে মনে করেছেন ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। এদিকে এমনিতেই সঙ্কটে রয়েছেন বালু। এরইমধ্যে তাঁর মেয়ের মন্তব্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে নতুন অস্ত্র? উঠছে প্রশ্ন।