‘বন্ধু’ শোভনের ফেরা নিয়ে কী বার্তা? ফিরহাদের ‘ব্যস্ততায়’ নতুন জল্পনা

Nov 05, 2025 | 6:47 PM

একসময় কলকাতা পৌরনিগমের মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। তারপর দলের সঙ্গে মনোমালিন্য। মেয়র পদ ছাড়া। দল ছেড়ে বিজেপিতে যাওয়া। অবশষে বছর সাতেক পর আবার তৃণমূলে ফিরে এসেছেন কানন (এই নামেই শোভনকে ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়)। তৃণমূলে ফেরার আগে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হয়েছেন শোভন। এবার কি কলকাতা পৌরনিগমের মেয়র হবেন? তা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। আর এই জল্পনার মধ্যেই কলকাতা পৌরনিগমের বর্তমান মেয়র ফিরহাদ হাকিম শোভনকে নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। এদিন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, পুরনো বন্ধু শোভনের দলে ফেরা নিয়ে কী বলবেন? কোথাও যেন যাওয়া তাড়া রয়েছে, তা বুঝিয়ে তিনি বলেন, "এই আমায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে।" শোভনকে নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন। কিন্তু, কেন? তা নিয়ে বাড়ছে জল্পনা। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতা সজল ঘোষ।

একসময় কলকাতা পৌরনিগমের মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। তারপর দলের সঙ্গে মনোমালিন্য। মেয়র পদ ছাড়া। দল ছেড়ে বিজেপিতে যাওয়া। অবশষে বছর সাতেক পর আবার তৃণমূলে ফিরে এসেছেন কানন (এই নামেই শোভনকে ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়)। তৃণমূলে ফেরার আগে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হয়েছেন শোভন। এবার কি কলকাতা পৌরনিগমের মেয়র হবেন? তা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। আর এই জল্পনার মধ্যেই কলকাতা পৌরনিগমের বর্তমান মেয়র ফিরহাদ হাকিম শোভনকে নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। এদিন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, পুরনো বন্ধু শোভনের দলে ফেরা নিয়ে কী বলবেন? কোথাও যেন যাওয়া তাড়া রয়েছে, তা বুঝিয়ে তিনি বলেন, “এই আমায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে।” শোভনকে নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন। কিন্তু, কেন? তা নিয়ে বাড়ছে জল্পনা। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতা সজল ঘোষ।