RG Kar protest: ‘তারস্বরে বাজানো হচ্ছে মাইক’, রাত দখলে বাধা দেওয়ার অভিযোগ TMC কাউন্সিলরের বিরুদ্ধে

RG Kar protest: সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলছেন, “সোনারপুরের বুকে এ ঘটনা আমরা আগে দেখিনি। কোন মাতব্বর, কোন ওয়ার্ডের কাউন্সিলর আজকে তারস্বরে মাইক বাজাচ্ছেন। এসডিও-র অনুমতি থাকার পরেও পুলিশ ঠুঁটো জগন্নাথ হয়ে থানার মধ্যে বসে রয়েছে।”

RG Kar protest: ‘তারস্বরে বাজানো হচ্ছে মাইক’, রাত দখলে বাধা দেওয়ার অভিযোগ TMC কাউন্সিলরের বিরুদ্ধে
সরগরম রাজনৈতিক আঙিনা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 15, 2025 | 12:35 AM

সোনারপুর: সোনারপুর মোড়ে রাত দখল কর্মসূচি ঘিরে উত্তেজনা। কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযোগ, ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ নস্করের উদ্যোগে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে। প্রতিবাদীদের দাবি, মহাকুমা শাসকের কাছ থেকে অনুমতি নিয়েও মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি। পাশাপাশি, অনুষ্ঠানের আশেপাশে এত জোরে মাইক বাজানো হচ্ছে যাতে কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে।  

অভিযোগ, একাধিকবার পুলিশকে ফোন করা হলেও সাড়া মেলেনি। কোনও সহযোগিতা মেলেনি। তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। কাউন্সিলর সন্দীপ নস্করের বক্তব্য, প্রতিবছরই স্বাধীনতা দিবসে নানান দেশাত্মবোধক গান বাজানো হয়। তাঁর অভিযোগ, তিলোত্তমার প্রতিবাদী মঞ্চ আসলে সিপিএমের রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। 

অন্যদিকে সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলছেন, “সোনারপুরের বুকে এ ঘটনা আমরা আগে দেখিনি। কোন মাতব্বর, কোন ওয়ার্ডের কাউন্সিলর আজকে তারস্বরে মাইক বাজাচ্ছেন। এসডিও-র অনুমতি থাকার পরেও পুলিশ ঠুঁটো জগন্নাথ হয়ে থানার মধ্যে বসে রয়েছে। মঞ্চ বাঁধতে দেয়নি। তারপরেও আমাদের কর্মসূচি চলছে।” অর্থাৎ, স্বাধীনতা দিবাসের রাতে অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম সোনারপুরের রাজনৈতিক মহল।