Pujoy Pulse 2025: AI বোঝাবে গোলের মূল্য, পুজোর আবহে অভিনবত্ব দেখাল Pulse

| Edited By: Avra Chattopadhyay

Sep 21, 2025 | 9:08 PM

Pujoy Pulse 2025, Durga Puja: দুর্গাপুজোয় প্রতিটি গোল জিনিসই এক একটা গল্প বলার ক্ষমতা রাখে। এই যেমন দুর্গা প্রতিমার কপালের টিপ কিংবা ফুল রাখার পাত্র। দিনশেষে সবগুলোই গোল। আর শুধু তাই নয়। কপালের জ্যোতি, ঢাকের আকৃতি, ধুনুচি, রসগোল্লা সবই গোল।

কলকাতা: গোল এটা কি শুধুই একটা আকৃতি? একটা জ্যামিতিক চিত্র? নাকি সেই সীমাবদ্ধ ভাবনাচিন্তারও অধিক। যা বয়ে নিয়ে আসছে কোনও সূচনা, কোনও অভিনবত্বকে। এই প্রশ্ন ভাবিয়েছিল পালসকেও। আর সেই সূত্র ধরেই শুরু হয়ে গেল পুজোয় পালস ‘গোল-কা-মোল’। যেখানে কথা হবে গোল নিয়ে। শুধুই একটা আকৃতি হিসাবে গোল নয়, বরং যা ঐতিহ্যেরও অংশ।

গোল কীভাবে জুড়ে ঐতিহ্যের সঙ্গে?

দুর্গাপুজোয় প্রতিটি গোল জিনিসই এক একটা গল্প বলার ক্ষমতা রাখে। এই যেমন দুর্গা প্রতিমার কপালের টিপ কিংবা ফুল রাখার পাত্র। দিনশেষে সবগুলোই গোল। আর শুধু তাই নয়। কপালের জ্যোতি, ঢাকের আকৃতি, ধুনুচি, রসগোল্লা সবই গোল। আর এই প্রতিটির সঙ্গে জুড়ে রয়েছে বাঙালি তথা বাংলা আবেগ ও ঐতিহ্য। তাই গোল শুধুই কি একটা আকৃতি? নিশ্চয়ই নয়। এটা যেমন সময়ের প্রতীক, তেমনই ঐতিহ্যের। গোল পৃথিবীর গোলকধাঁধায় সবই গোল।

পুজোয় পালস নিয়ে এল গোল-কা-মোল। অর্থাৎ গোলের মূল্য। আর সেই গোলের মূল্য বোঝাতে তাদের ‘হাতিয়ার’ গোলমোল ক্যান্ডি। গত দুই বছরের সাফল্যকে সঙ্গী করে তৃতীয় বছরের ন্যয় পুজোর আবহে জেলাওয়াড়ি সফরে বেরিয়ে পড়েছে পালসের ক্যান্টার। এবারে তাদের বার্তা ‘গোল-কা-মোল’।

গোলের এই মূল্য বোঝাতে তারা ব্যবহার করছে ‘গোলমোল’ ক্যান্ডিও। টক-মিষ্টি স্বাদের এই ক্যান্ডি সাধারণকে ফিরিয়ে দিয়েছে ‘ছোটবেলার স্বাদ’। এখনও পর্যন্ত কলকাতা হয়ে ব্যারাকপুর, রানাঘাট, বোলপুর, শান্তিনিকেতন-সহ একাধিক জায়গায় পৌঁছে গিয়েছে ক্যান্টার। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উত্তরোবাংলার দিকে।