পুজোয় পালস
উৎসবের আবহে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে গত বছরের মতো এবারও এসে গিয়েছে ‘পুজোয় পালস’। রাস্তায় নামছে টিভি ৯ বাংলা ও পালস ক্যান্ডি। ২২ শহরে বিশেষ কর্মসূচি। পুজো মুখর বাংলায় বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন মাত্রায় তুলে ধরতে দিকে দিকে ঘুরবে ‘পুজোয় পালসের’ গাড়ি। খড়গপুর, দুর্গাপুর থেকে কাঁথি, হলদিয়া, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে কোচবিহার, উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের ২২ টি শহরের বিখ্যাত জায়গাগুলিতে দেখা যাবে পুজোয় পালসের গাড়ি। শুরু হয়ে যাচ্ছে ২১ সেপ্টেম্বর থেকে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। ২০২৩ সালেও একইভাবে রাজ্যের নানা প্রান্তে পৌঁছে গিয়েছিল পুজোয় পালসের ট্যাবলো। চলেছিল ‘পুজো পরিক্রমা’। সহজ সব প্রশ্নের উত্তর দিতে কত পুরস্কারও জিতে নিয়েছিল উৎসবমুখর বাঙালি। বাজারে আসার পর থেকেই পালস ক্যান্ডি নিয়ে আট থেকে আশির উন্মাদনার অন্ত নেই। মুখে দিলেই মিষ্টি, ঠিক তারপরেই এক অভূতপূর্ব নোনতা স্বাদ। আজও যার স্বাদ অমলিন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সেই পালস ক্যান্ডিই টিভি ৯ বাংলার হাত ধরে ফের তুলছে ঝড়।