খবর নিয়ে চর্চার ঝোঁকটা ছোটবেলার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়তে পড়তে সাংবাদিকতার নেশাটাকেই পেশা করার ইচ্ছে হয়েছিল। তবে, সঙ্গে সাহিত্য চর্চা এবং ছবি আঁকা ও তোলা এবং পাহাড়ে চড়ার ভূতও চেপে রয়েছে মাথায়।