Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: সংসদে তুমুল হইচই! এটা কী শুরু করলেন তরুণী সাংসদ, ভাইরাল ভিডিয়ো

New Zealand's youngest MP: ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে নিউজিল্যান্ড সংসদে ট্রিটি প্রিন্সিপলস বিলের উপর ভোটাভুটি হচ্ছে। সেই সময় ২২ বছরের মাওরি সাংসদ হানা, প্রথমে বিলটির একটি অনুলিপি ছিঁড়ে ফেলেন। তারপর হাকা নাচ করে সংসদের অধিবেশনে বাধা দেন।

Video: সংসদে তুমুল হইচই! এটা কী শুরু করলেন তরুণী সাংসদ, ভাইরাল ভিডিয়ো
নিউজিল্যান্ড সংসদে তুলকালামImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Nov 15, 2024 | 11:26 AM

ওয়েলিংটন: গত বছর সংসদে তাঁর প্রথম বক্তৃতার সময়, ঐতিহ্যবাহী মাওরি নাচ, ‘হাকা’ উপস্থাপন করেছিলেন তিনি। রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন নিউজিল্যান্ডের কনিষ্ঠতম সাংসদ, হানা-রাউহিটি কারিরিকি মাইপি-ক্লার্ক। এবার ফের লাইমলাইটে মাওরি সম্প্রদায়ের এই সাংসদ। এক বিতর্কিত বিল নিয়ে বিতর্ক চলছিল নিউজিল্যান্ড সংসদে। সেই সময়, হানা বিলটির অনুলিপি ছিঁড়ে ফেলেন এবং ফের একবার ‘হাকা’ নাচ উপস্থাপন করেন। তিনি শুরু করার পর, সংসদে উপস্থিত আরও অনেকেই তাঁর সঙ্গে যোগ দেন। হানার এই হাকা নাচের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে নিউজিল্যান্ড সংসদে ট্রিটি প্রিন্সিপলস বিলের উপর ভোটাভুটি হচ্ছে। সেই সময় ২২ বছরের মাওরি সাংসদ হানা, প্রথমে বিলটির একটি অনুলিপি ছিঁড়ে ফেলেন। তারপর হাকা নাচ করে সংসদের অধিবেশনে বাধা দেন। তাঁর সঙ্গে যোগ দেন তাঁর দলের কয়েকজন সাংসদ। এমনকি, পাবলিক গ্যালারি থেকেও বেশ কিছু মানুষ তাঁর সঙ্গে হাকা নাচে যোগ দেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, অধ্যক্ষ গেরি ব্রাউনলি সংক্ষিপ্ত সময়ের জন্য অধিবেশনের কাজ স্থগিত রাখতে বাধ্য হন।

১৮৪০ সালে ব্রিটিশ রাজ এবং ৫০০-রও বেশি মাওরি প্রধানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ওয়েটাঙ্গি চুক্তি। ব্রিটিশ রাজের মধ্যে মাওরিদের শাসনের অধিকার দিতেই এই চুক্তি হয়েছিল। এই চুক্তিতে বলা আছে দুই পক্ষ কারা কীভাবে শাসন করবে। এই চুক্তি আজও সেই দেশের আইন ও নীতি তৈরি করে। গত সপ্তাহে, এই চুক্তির কিছু নীতি পরিবর্তন করতে চেয়ে এই বিল এনেছে এসিটি নিউজিল্যান্ড পার্টি। সেই দেশের মধ্যপন্থী-ডানপন্থী জোট সরকারের অন্যতম শরিক তারা। তবে, বিলটি পেশ করার সঙ্গে সঙ্গে মাওরি সম্প্রদায়ের মধ্য থেকে এই বিলের বিরোধিতা উঠে এসেছে। মাওরিদের দাবি, এই বিল সেই দেশের আদিবাসীদের অধিকারকে খর্ব করেছে। বিলের বিরোধিতায় ইতিমধ্যেই শয়ে শয়ে মানুষ, নিউজিল্যান্ডের উত্তর থেকে রাজধানী ওয়েলিংটন পর্যন্ত নয় দিনের পদযাত্রা শুরু করেছে।