AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NCRTC: এই সব রেলস্টেশনে ‘রিল’ বানালে দেড় লাখ টাকা পুরস্কার দিচ্ছে মোদী সরকার!

NCRTC: রিল তৈরির এক প্রতিযোগিতার আয়োজন করছে মোদী সরকার। যে প্রতিযোগিতায় জিতলে, সুযোগ থাকবে মোটা অঙ্কের নগদ পুরস্কার জেতার। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এনসিআরটিসি এই প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতার নাম, 'নমো ভারত শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশন'।

NCRTC: এই সব রেলস্টেশনে 'রিল' বানালে দেড় লাখ টাকা পুরস্কার দিচ্ছে মোদী সরকার!
প্রতীকী ছবি (কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য়ে তৈরি)Image Credit: Meta AI
| Updated on: Nov 15, 2024 | 12:58 PM
Share

নয়া দিল্লি: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি অনেকেরই নেশা। ঘরের বাইরে, বাসে-ট্রেনেও রিল তৈরি করে বহু মানুষ। অনেক ক্ষেত্রে তা সাধারণ মানুষের অসুবিধা বা বিরক্তিরও কারণ হয়। তবে, এই রিল তৈরির নেশা এবার লাভজনক হয়ে উঠতে পারে। রিল তৈরির এক প্রতিযোগিতার আয়োজন করছে মোদী সরকার। যে প্রতিযোগিতায় জিতলে, সুযোগ থাকবে মোটা অঙ্কের নগদ পুরস্কার জেতার। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এনসিআরটিসি এই প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতার নাম, ‘নমো ভারত শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশন’।

এই প্রতিযোগিতায়, অংশগ্রহণকারীদের একটি শর্ট ফিল্ম বা রিল তৈরি করতে হবে। শর্ত একটাই, সেই শর্ট ফিল্ম বা রিলে, অত্যাধুনিক নমো ভারত ট্রেন এবং আরআরটিএস বা রিজিওনাল র‌্যাপিড ট্রানজিট সিস্টেম স্টেশন থাকতে হবে। কলেজ ছাত্র থেকে চলচ্চিত্র বা কনটেন্ট নির্মাতা, অথবা চাকুরিজীবী বা ব্যবসায়ী, যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সকলের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতা। এর জন্য কোনও ধরাবাঁধা বিষয় বা কাহিনিও নেই। শুধুমাত্র, এই আধুনিক পরিবহন ব্যবস্থাগুলিকে সৃজনশীল, উদ্ভাবনী এবং শৈল্পিক উপায়ে তুলে ধরতে হবে।

আরআরটিএস স্টেশন এবং নমো ভারত ট্রেনে প্রায় বিনামূল্যেই উচ্চ-মানের ভিডিয়ো তোলা যায়। আলাদা করে আলো বা অন্য কিছুর জন্য খরচ লাগে না। অংশগ্রহণকারীদের হিন্দি বা ইংরেজিতে তৈরি রিল জমা দিতে হবে। সমস্ত রিল MP4 বা MOV ফর্ম্যাটে জমা দিতে হবে। ন্যূনতম রেজোলিউশন হতে হবে 1080p। রিল জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। অংশগ্রহণকারীরা সাবটাইটেল দিতে চাইলে দিতে পারেন, বাধ্যতামূলক নয়। অংশগ্রহণের জন্য, রিল নির্মাতাদের pr@ncrtc.in – এই ঠিকানায় ইমেল করতে হবে। ইমেলের বিষয় হিসেবে লিখতে হবে “অ্যাপ্লিকেশন ফর নমো ভারত শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশন”। ইমেলে রিল নির্মাতার পুরো নাম, ১০০ শব্দের মধ্যে কাহিনির সংক্ষিপ্তসার এবং রিলের আনুমানিক সময়কাল জানাতে হবে।

প্রতিযোগিতার সেরা তিন বিজয়ীকে নগদ পুরস্কার দেওয়া হবে। প্রথম স্থান অধিকারী পাবে দেড় লক্ষ টাকা, দ্বিতীয় স্থানাধিকারী এক লক্ষ টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পাবেন ৫০ হাজার টাকা। বিজয়ীদের তৈরি রিলগুলি এনসিআরটিসির ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে দেখানো হবে।