হেলমেটে বলের আঘাত, মাঠ থেকে সোজা হাসপাতালে ইমাম উল হক; কেমন আছেন পাক তারকা?
NZ vs PAK: শনিবার বে ওভালে ছিল নিউজিল্যান্ড ও পাকিস্তানের শেষ ওডিআই ম্যাচে। সেখানে পাকিস্তানের ইনিংস চলাকালীন মুখে চোট পান ইমাম উল হক।

যন্ত্রণায় চোখ-মুখ চেপে মাঠ ছাড়তে বাধ্য হলেন এক ক্রিকেটার। এ দৃশ্য দেখা গিয়েছে নিউজিল্যান্ডের বে ওভালে। কিউয়িদের বিরুদ্ধে পাকিস্তানের তৃতীয় ওয়ান ডে চলাকালীন হেলমেটে আঘাত লাগে ইমাম উল হকের। এরপর মুখে গুরুতর আঘাত নিয়ে মাঠ ছাড়েন গ্রিন আর্মির তারকা। অস্বস্তি অনুভব করায় ইমামকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ, শনিবার বে ওভালে ছিল নিউজিল্যান্ড ও পাকিস্তানের তিন ম্যাচের ওডিআই শিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচ সহজেই জিতেছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজেও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে কিউয়িরা। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নামে পাকিস্তান। তৃতীয় ওভারে শর্ট কভার থেকে একটি থ্রো ইমামের হেলমেটে সজোরে লাগে। হেলমেটের ফাঁক গলে বলটি এসে তাঁর মুখে লাগে। তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। হেলমেটে বল লাগার সঙ্গে সঙ্গে মাঠে বসে পড়েন ইমাম। পাক টিমের ফিজিয়ো তাঁর প্রাথমিক শুশ্রুষা করেন এবং পরে তিনি অস্বস্তি বোধ করায় স্ট্রেচারে করে তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
Imam ul Haq retired hurt#PAKvNZ #PakistanCricket #Cricket pic.twitter.com/ulUYUzrPtx
— Urooj Jawed🇵🇰 (@uroojjawed12) April 5, 2025
ইমাম মাঠ ছাড়ার পর কনকাশন সাব হিসেবে ব্যাট করতে নামেন উসমান খান। পাকিস্তান দলের পক্ষ থেকে ইমামের চোট কতটা গুরুতর সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে পুরো ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
বে ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে তে ৪৩ রানে হেরেছে পাকিস্তান। ২৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান ২২১ রানে অলআউট। পাক দলের হয়ে বাবর আজম সর্বাধিক ৫৮ বলে ৫০ রান করেন। বাবর ছাড়া মহম্মদ রিজওয়ান ৩২ বলে ৩৭ করেন। যদিও তাঁরা দলকে জয়ের রাস্তা দেখাতে পারেননি।





