Pujoy Pulse: পুজোয় পালসের ট্য়াবলো ঝড় তুলছে জলপাইগুড়িতে, গোলমোল ক্যান্ডি মুখে দিতেই অবাক আট থেকে আশি

Pujoy Pulse: অন্যদিকে এবারই আবার পুজোয় পালস সিজন টু-তে মৃৎশিল্পীদের হাতে উঠছে বিশেষ শিল্পী সম্মান। এই উদ্যোগকেও সাধুবাদ জানাচ্ছে জনতা। একজন বললেন, খুবই ভাল উদ্যোগ। আমাদের মতো মধ্যবিত্ত স্তর থেকে কোনও মৃৎশিল্পী এই সম্মান পাচ্ছেন এটা তো খুবই ভাল খবর।

Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2024 | 6:37 PM

জলপাইগুড়ি: সপ্তমীতে জোরকদমে চলছে টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন টু পুজোয় পরিক্রমা। ২২ শহরে ঘুরছে ট্য়াবলো। তাতেই যেন পুজোর আনন্দ আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। মাতোয়ারা আট থেকে আশি। সপ্তমীতে পালস ট্যাবলো পৌঁছে গিয়েছিল জলপাইগুড়িতে। এই পুজোয় পালস নিয়ে এসেছে চটপটা স্বাদের গোলমোল ইমলি ক্যান্ডি। তেঁতুলের টক-মিষ্টি স্বাদের এই ক্যান্ডের স্বাদ নিতে এদিন জলপাইগুড়িতে ছোটদের পাশাপাশি ভিড় জমালেন বড়রাও। 

একজন তো বললেন, অসাধারণ খেতে। আগের ক্য়ান্ডির থেকেও এর স্বাদ আরও ভাল। এর কোনও তুলনা নেই। পাশে দাঁড়িয়ে আর একজন বললেন, এই ক্যান্ডি বাজারে ঝড় তুলবে। এখন শুধু সেটারই অপেক্ষা। অন্য একজন বললেন, অনেক লজেন্স খেয়েছি। কিন্তু এর মতো স্বাদ আর কোথাও পাইনি। 

অন্যদিকে এবারই আবার পুজোয় পালস সিজন টু-তে মৃৎশিল্পীদের হাতে উঠছে বিশেষ শিল্পী সম্মান। এই উদ্যোগকেও সাধুবাদ জানাচ্ছে জনতা। একজন বললেন, খুবই ভাল উদ্যোগ। আমাদের মতো মধ্যবিত্ত স্তর থেকে কোনও মৃৎশিল্পী এই সম্মান পাচ্ছেন এটা তো খুবই ভাল খবর। খুবই ভাল লাগছে। অন্যদিকে সম্মান পেয়ে খুশি মৃৎশিল্পী থেকে তাঁদের পরিবারের লোকজনও।