Bangla NewsKolkata West Bengal Assembly By Elections 2024 Voting Day Live Updates; TMC, BJP polling percentage on latest news in bengali
By-Elections 2024 Voting Live: মেদিনীপুরে শেষ বেলায় অশান্তি, তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীকে কিল-চড়-ঘুষি
West Bengal Bypoll 2024 Live Voting Updates: সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হতেই বিক্ষিপ্তভাবে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। আজ সারাদিন কী হয় সব জানতে এক নজরে দেখে নিন যাবতীয় আপডেট....
Follow Us
রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বুধবার। তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাটে চলছে ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট পর্ব।
একুশের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর থেকে জিতেছিলেন তৃণমূলের জুন মালিয়া। চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন তিনি। তারপর বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন জুন মালিয়া। একুশের নির্বাচনে মাদারিহাটে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের পর বিধায়ক পদ ছাড়েন তিনি। একুশের নির্বাচনে হাড়োয়া থেকে জিতেছিলেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন তিনি। তবে কিছুদিন আগে প্রয়াত হয়েছেন তৃণমূল এই সাংসদ। একুশের নির্বাচনে নৈহাটিতে জিতেছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক। তিনিও সাংসদ হওয়ার পর বিধায়ক পদে ইস্তফা দেন। একুশের নির্বাচনে সিতাইয়ে জিতেছিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সাংসদ হওয়ার পর বিধায়ক পদ ছাড়েন তিনি। আর একুশের নির্বাচনে তালডাংরায় জিতেছিলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। চব্বিশের নির্বাচনে জিতে সাংসদ হন তিনি। ছাড়েন বিধায়ক পদ।
সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনে এই ৬টি আসনের মধ্যে ৫টি আসন জিতেছিল তৃণমূল। আর একটি আসনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। রাজনীতির কারবারিরা বলছেন, আরজি কর কাণ্ডের আবহে সব দল তাদের শক্তি পরখ করতে চাইবে এই উপনির্বাচনে। উপনির্বাচনে কারা বাজিমাত করবে, তা জানা যাবে ২৩ নভেম্বর।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
13 Nov 2024 06:43 PM (IST)
প্রথম দফায় প্রায় ৬৫ শতাংশ ভোটার নিজেদের মত জানালেন
প্রায় নির্বিঘ্নেই শেষ হল ঝাড়খণ্ডের প্রথম দফার ভোট। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল ৬৪.৮৬ শতাংশ। ৪৩টি আসনে ৬৮৩ প্রার্থীর ভাগ্য ব্যালটবন্দি হল এদিন।
13 Nov 2024 04:29 PM (IST)
‘দ্বিতীয় হওয়ার লড়াই করছে বিরোধীরা’
দ্বিতীয় হওয়ার লড়াই করছে বিরোধীরা। বললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তিনি বললেন, “আমি যে বুথে ভোট দিই, নির্বাচন কমিশন তাকে মডেল বুথ করে। আর অর্জুন যে বুথে ভোট দেয়, তাতে রেড অ্যালার্ট জারি থাকে। এ থেকেই অর্জুন আর আমার রাজনৈতিক সংস্কৃতি বোঝা যায়।”
পার্থ ভৌমিক বলেন, “দ্বৈরথ কোথাও নেই , দ্বিতীয় হওয়ার লড়াই করছে বিরোধীরা।”
ভাটপাড়ার খুন নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন পার্থ। তিনি বলেন, “পুলিশ নৈহাটি নিয়ে ব্যস্ত । সেই সুযোগে অর্জুন ভাটপাড়ায় খুন করাল।”
13 Nov 2024 04:25 PM (IST)
তৃণমূল কাউন্সিলরের স্বামীকে ‘মারধর’
মেদিনীপুর শহরের চার নম্বর ওয়ার্ডের তাঁতিগেড়িয়া এলাকার ২৮৩ নম্বর বুথে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ । তৃণমূল কাউন্সিলর নিরূপমা কোঙার সিট ও তাঁর স্বামী সুনীতি শিটকে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূলেরই ওয়ার্ড সভাপতি চন্দ্রশেখর তেওয়ারির বিরুদ্ধে ।
আহত কাউন্সিলর স্বামীকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করিয়ে পুলিশি ঘেরাটপে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে চলে যাওয়া হয় ।
ওই এলাকায় পুরানো তৃণমূল কর্মী বলে পরিচিত রবীন্দ্রনাথ ঘোষের দাবি, যিনি মারধর করেছেন, আর যারা মার খেয়েছেন, সবাই তৃণমূল।
13 Nov 2024 03:01 PM (IST)
‘পক্ষপাতদুষ্ট’ কমিশন
উপনির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ সুকান্ত মজুমদারের।
তাঁর বক্তব্য, মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার আক্রান্ত। এমন ঘটনার পরে কমিশন নিশ্চুপ।
মাদারিহাটে বিজেপি প্রার্থীকে আটকে রাখার অভিযোগ। এরপর দরজা বন্ধ করে দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে।
বিজেপির দাবি, অভিযুক্ত দেখাতে পারেননি তাঁর এজেন্টের কার্ড। জামার বুক পকেট থেকে কেবল বেরিয়ে এসেছে সনৎ দের নাম।
বিজেপির আরও অভিযোগ, অভিযুক্তকে আড়াল করতে ব্যস্ত পুলিশ। জেটিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে।
13 Nov 2024 02:16 PM (IST)
নৈহাটির বুথে ঘুরছে ভুয়ো এজেন্ট
নৈহাটি তৃণমূল প্রার্থী সনৎ দে-র হয়ে ছাপ্পা ভোট। দেখাতে পারল না তাঁর এজেন্ট এর কার্ড।
বেরিয়ে এল বুক পকেট থেকে সনৎ দে-র নাম।
অভিযুক্তকে আড়াল করতে ব্যস্ত পুলিশ দাবি বিজেপির।
13 Nov 2024 02:13 PM (IST)
‘আধ ঘণ্টা টাইম দিলাম, না বেরলে মেরে ফেলে দেব’
পাশে দাঁড়িয়ে উর্দিধারী পুলিশ। আর এক পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী। তার সামনে দাঁড়িয়েই হুমকি দিতে দেখা গেল তৃণমূল নেতাকে।
কী বলছেন? “আধ ঘণ্টা সময় দিলাম। যদি না বেরোস তাহলে মেরে ফেলে দেব।”
এখানেই শেষ নয়, পাশাপাশি ওই তৃণমূল নেতা যে সকল দলবলকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন,তাঁদের মধ্যে আবার একজন পথচলতি এক ব্যক্তিকে বলছেন, “তুই কি দেখছিস? মার খাবি?”
হাড়োয়ার মানিকপুর এলাকার কাঁকড়া মির্জানগর রেলগেট সংলগ্ন এলাকায় এক পোলিং এজেন্ট বুথের বাইরে এসেছিলেন চা পানে।
চা খাওয়ার পর তিনি যখন বুথের ভিতরে ঢুকতে যান তখন তাঁকে মারধর করার অভিযোগ ওঠে।
অন্য বিধানসভার ও হাড়োয়া বিধানসভার বেশ কিছু তৃণমূলের কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি।
এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত ওই আইএসএফের পোলিং এজেন্টকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
13 Nov 2024 12:35 PM (IST)
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত থেকে ঝাড়খণ্ডকে বাঁচাতে হবে- চম্পাই সোরেন
সেরাকেলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ভাগ্য পরীক্ষা আজ। এদিন তিনি বলেন, “আমাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত থেকে সিধু-কানহো এবং সাঁওতালদের জমি বাঁচাতে হবে। ঝাড়খণ্ডে সরকার গড়বে বিজেপি। আমাদের সামনে কিছু প্রধান সমস্যা হল বাংলাদেশি অনুপ্রবেশ, বেকারত্ব এবং সেচ।”
13 Nov 2024 12:33 PM (IST)
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২৯.৩১ শতাংশ
ঝাড়খণ্ডের ৪৩টি আসনে আজ ভোট হচ্ছে। সকাল ১১টা পর্যন্ত ২৯ .৩১ শতাংশ ভোট পড়েছে।
13 Nov 2024 11:46 AM (IST)
ভোটের সব খুঁটিনাটি আপডেট সরাসরি দেখুন…
13 Nov 2024 11:45 AM (IST)
কোথায় কেমন হচ্ছে ভোট? দেখুন সব…
13 Nov 2024 11:42 AM (IST)
বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরলেন এলাকাবাসী!
অশান্ত মাদারিহাট। মাদারিহাটে উপনির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক ঝামেলা। মুজনাই চা বাগানে বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি আটকে বিক্ষোভ জনসাধারণের। যদিও, বিজেপি প্রার্থীর দাবি এটা বিক্ষোভ নয়। তৃণমূলের দাদাগিরি। পাল্টা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়েছে তৃণমূল।
এলাকাবাসীর দাবি, এলাকায় কোনও উন্নয়ন হয়নি। সেই কারণে গাড়ি নিয়ে বেরতেই ঘিরে ধরে উত্তেজিত জনতা। আর তারপর বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিষয়টি নিয়ে রাহুল লোহার বলেন, “তৃণমূল জানে শান্তিমতো ভোট হলে ওরা হেরে যাবে। বিজেপি সব ভোট পাবে।”
সন্ত্রাস হলে EVM ভেঙে দেওয়ার নিদান দিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তারই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে।
সনৎ বলেন, “ও ইভিএম ভাঙতে আসুক না। পারলে কোনও বুথে ঢুকুক। এখন অর্জুন বিড়াল। বুথ এ ঢুকে দেখাক।”
এর পাশাপাশি অর্জুন বলেন, “ভাটপাড়ায় ঘটনা অর্জুন ঘটিয়েছে। আজ ভোট নিয়ে ব্যস্ত আছি। পরে দেখে নিচ্ছি।”
13 Nov 2024 10:29 AM (IST)
‘ভোটারদের তাড়িয়ে দিচ্ছে’
মাদারিহাটের ১১৪ বুথ, শিশুবাড়ি।
বুথের বাইরে থেকে বিজেপি ভোটারদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ।
রায়পাড়া বিএফপি স্কুলে ভোট কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল লোহার পৌঁছে বলেন, “ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। qrt এসেছে।”
তৃণমূল যদিও অভিযোগ উড়িয়েছে
13 Nov 2024 09:38 AM (IST)
এজেন্টকে বের করে দিচ্ছে: বিজেপি প্রার্থী
ভোট শুরু হতেই দিকে-দিকে অশান্তি
হাড়োয়া বিধানসভায় অধিকাংশ বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি অভিযোগ বিজেপির
তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপি প্রার্থী বিমল দাস বলেন, “আমাদের লোক নেই ঠিক আছে। কিন্তু তৃণমূল রাতের অন্ধকারে আমার এজেন্টকে ভয় দেখিয়েছে। বিভিন্ন বুথ থেকে আমার এজেন্টকে বার করে দেয়া হয়েছে। তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন।”
13 Nov 2024 09:15 AM (IST)
মিলবে জমির পাট্টা, আশায় বুক বাধছেন চা শ্রমিকরা
জিতলেই চাই জমির পাট্টা, এলাকার উন্নয়নের কাজ এই আশা নিয়ে ভোট দিলেন গয়েরকাটা চা বাগানের শ্রমিকরা।
ডুয়ার্সের অন্যান্য বাগানে হয়েছে চা সুন্দরী প্রকল্পের ঘর মিলেছে জমির পাট্টাও। তবে গয়েরকাটা বাগানের শ্রমিকদের মেলেনি জমির পাট্টা এমনকী হয়নি চা সুন্দরী প্রকল্পের ঘর, করা হয়নি ক্রেশ হাউস।
তাই দাবি পূরণের আশা নিয়ে সকাল থেকে এই ভোটারদের দীর্ঘ লাইন। সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরতে চান সকলে।
শহুরি এলাকায় ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় তেমন না থাকলেও গয়েরকাটা চা বাগানে দীর্ঘ লাইন ভোটারদের। যেই জিতবেন তার কাছে আশা। যাতে এলাকার উন্নয়ন করেন। সেই আশা নিয়ে ভোট দিলেন বাগানের শ্রমিকরা।
13 Nov 2024 08:44 AM (IST)
গৃহবন্দি নয়ন!
মেদিনীপুর সদর ব্লক চন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকা।
বিজেপি নেতা নয়ন দে-কে নাকি গৃহবন্দি করেছে পুলিশ। এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর।
ভোটে অংশ নিতে এভাবেই বিজেপি নেতা কর্মীদের আটকে রাখছে পুলিশ। দাবি বিধানসভার বিরোধী দলনেতার।
Mamata Police are adopting desperate measures to influence the Voting process to extend an upper hand to the TMC Party.
Nayan Dey; an important BJP Karyakarta of Chandra GP; Midnapore Sadar Block, is not being allowed to step outside of his house.
His house is being constantly… pic.twitter.com/p8v7kisUPc
তৃণমূল প্রার্থীকে চিনতে না পেরে বাধা কেন্দ্রীয় বাহিনীর
তৃণমূল প্রার্থী চিনতে না পেরে সনৎ দে-কে বাধা কেন্দ্রীয় বাহিনীর।
নির্বাচন কমিশনকে জানাবেন সনৎ।
তৃণমূল প্রার্থী বললেন, “এটা এদের চরিত্র। নরেন্দ্র মোদীর নির্দেশেই ওরা এসব করছে।”
13 Nov 2024 08:37 AM (IST)
ভোট দিলেই মিলছে গাছ!
ভোট দিলেই মিলছে একটি করে চারা গাছ। বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের ফুলমতি হাইস্কুলের এমন আয়োজন কোনও দলের তরফে নয়, ভোটারদের প্রভাবিত করার জন্যও এমন উদ্যোগ নয় ।
কমিশনের তরফেই এমন আয়োজন। একদিকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে স্থানীয়দের আগ্রহী করে তোলা, আর অন্য দিকে পরিবেশ সচেতনতার বার্তা দিতেই কমিশনের এমন আয়োজন।
তালডাংরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচমুড়ার অন্যতম ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পকে তুলে ধরতে টেরাকোটা দিয়ে সাজানো হয়েছে এই বুথ। কমিশনের এমন আয়োজনে খুশি ভোটাররা।
13 Nov 2024 08:35 AM (IST)
ভোটের দিনও ‘প্রচার’, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ BJP-র বিরুদ্ধে
গণপিটুনিতে মৃত সুরাজ চৌধুরীর পরিবার এবং তাঁর প্রতিবেশীদের বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ
ভোটের দিন এভাবে প্রচার নির্বাচন বিধির বাইরে অভিযোগ তৃণমূলের।
13 Nov 2024 08:31 AM (IST)
নৈহাটিতে দিকে-দিকে অশান্তি
ভোট শুরু হল কী হল না নৈহাটির বিভিন্ন দিক থেকে উঠে আসছে অশান্তির খবর
নৈহাটির সিপিআইএমএল-র বাড়িতে ঢুকে হামলা।
নৈহাটির বিভিন্ন বুথে এজেন্টদের আটকে দেওয়ার অভিযোগ
তৃণমূল ভয় পাচ্ছে দাবি বাম প্রার্থীর।
রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বুধবার। তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাটে চলছে ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট পর্ব।
একুশের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর থেকে জিতেছিলেন তৃণমূলের জুন মালিয়া। চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন তিনি। তারপর বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন জুন মালিয়া। একুশের নির্বাচনে মাদারিহাটে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের পর বিধায়ক পদ ছাড়েন তিনি। একুশের নির্বাচনে হাড়োয়া থেকে জিতেছিলেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন তিনি। তবে কিছুদিন আগে প্রয়াত হয়েছেন তৃণমূল এই সাংসদ। একুশের নির্বাচনে নৈহাটিতে জিতেছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক। তিনিও সাংসদ হওয়ার পর বিধায়ক পদে ইস্তফা দেন। একুশের নির্বাচনে সিতাইয়ে জিতেছিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সাংসদ হওয়ার পর বিধায়ক পদ ছাড়েন তিনি। আর একুশের নির্বাচনে তালডাংরায় জিতেছিলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। চব্বিশের নির্বাচনে জিতে সাংসদ হন তিনি। ছাড়েন বিধায়ক পদ।
সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনে এই ৬টি আসনের মধ্যে ৫টি আসন জিতেছিল তৃণমূল। আর একটি আসনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। রাজনীতির কারবারিরা বলছেন, আরজি কর কাণ্ডের আবহে সব দল তাদের শক্তি পরখ করতে চাইবে এই উপনির্বাচনে। উপনির্বাচনে কারা বাজিমাত করবে, তা জানা যাবে ২৩ নভেম্বর।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
13 Nov 2024 06:43 PM (IST)
প্রথম দফায় প্রায় ৬৫ শতাংশ ভোটার নিজেদের মত জানালেন
প্রায় নির্বিঘ্নেই শেষ হল ঝাড়খণ্ডের প্রথম দফার ভোট। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল ৬৪.৮৬ শতাংশ। ৪৩টি আসনে ৬৮৩ প্রার্থীর ভাগ্য ব্যালটবন্দি হল এদিন।
13 Nov 2024 04:29 PM (IST)
‘দ্বিতীয় হওয়ার লড়াই করছে বিরোধীরা’
দ্বিতীয় হওয়ার লড়াই করছে বিরোধীরা। বললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তিনি বললেন, “আমি যে বুথে ভোট দিই, নির্বাচন কমিশন তাকে মডেল বুথ করে। আর অর্জুন যে বুথে ভোট দেয়, তাতে রেড অ্যালার্ট জারি থাকে। এ থেকেই অর্জুন আর আমার রাজনৈতিক সংস্কৃতি বোঝা যায়।”
পার্থ ভৌমিক বলেন, “দ্বৈরথ কোথাও নেই , দ্বিতীয় হওয়ার লড়াই করছে বিরোধীরা।”
ভাটপাড়ার খুন নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন পার্থ। তিনি বলেন, “পুলিশ নৈহাটি নিয়ে ব্যস্ত । সেই সুযোগে অর্জুন ভাটপাড়ায় খুন করাল।”
13 Nov 2024 04:25 PM (IST)
তৃণমূল কাউন্সিলরের স্বামীকে ‘মারধর’
মেদিনীপুর শহরের চার নম্বর ওয়ার্ডের তাঁতিগেড়িয়া এলাকার ২৮৩ নম্বর বুথে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ । তৃণমূল কাউন্সিলর নিরূপমা কোঙার সিট ও তাঁর স্বামী সুনীতি শিটকে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূলেরই ওয়ার্ড সভাপতি চন্দ্রশেখর তেওয়ারির বিরুদ্ধে ।
আহত কাউন্সিলর স্বামীকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করিয়ে পুলিশি ঘেরাটপে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে চলে যাওয়া হয় ।
ওই এলাকায় পুরানো তৃণমূল কর্মী বলে পরিচিত রবীন্দ্রনাথ ঘোষের দাবি, যিনি মারধর করেছেন, আর যারা মার খেয়েছেন, সবাই তৃণমূল।
13 Nov 2024 03:01 PM (IST)
‘পক্ষপাতদুষ্ট’ কমিশন
উপনির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ সুকান্ত মজুমদারের।
তাঁর বক্তব্য, মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার আক্রান্ত। এমন ঘটনার পরে কমিশন নিশ্চুপ।
মাদারিহাটে বিজেপি প্রার্থীকে আটকে রাখার অভিযোগ। এরপর দরজা বন্ধ করে দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে।
বিজেপির দাবি, অভিযুক্ত দেখাতে পারেননি তাঁর এজেন্টের কার্ড। জামার বুক পকেট থেকে কেবল বেরিয়ে এসেছে সনৎ দের নাম।
বিজেপির আরও অভিযোগ, অভিযুক্তকে আড়াল করতে ব্যস্ত পুলিশ। জেটিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে।
13 Nov 2024 02:16 PM (IST)
নৈহাটির বুথে ঘুরছে ভুয়ো এজেন্ট
নৈহাটি তৃণমূল প্রার্থী সনৎ দে-র হয়ে ছাপ্পা ভোট। দেখাতে পারল না তাঁর এজেন্ট এর কার্ড।
বেরিয়ে এল বুক পকেট থেকে সনৎ দে-র নাম।
অভিযুক্তকে আড়াল করতে ব্যস্ত পুলিশ দাবি বিজেপির।
13 Nov 2024 02:13 PM (IST)
‘আধ ঘণ্টা টাইম দিলাম, না বেরলে মেরে ফেলে দেব’
পাশে দাঁড়িয়ে উর্দিধারী পুলিশ। আর এক পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী। তার সামনে দাঁড়িয়েই হুমকি দিতে দেখা গেল তৃণমূল নেতাকে।
কী বলছেন? “আধ ঘণ্টা সময় দিলাম। যদি না বেরোস তাহলে মেরে ফেলে দেব।”
এখানেই শেষ নয়, পাশাপাশি ওই তৃণমূল নেতা যে সকল দলবলকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন,তাঁদের মধ্যে আবার একজন পথচলতি এক ব্যক্তিকে বলছেন, “তুই কি দেখছিস? মার খাবি?”
হাড়োয়ার মানিকপুর এলাকার কাঁকড়া মির্জানগর রেলগেট সংলগ্ন এলাকায় এক পোলিং এজেন্ট বুথের বাইরে এসেছিলেন চা পানে।
চা খাওয়ার পর তিনি যখন বুথের ভিতরে ঢুকতে যান তখন তাঁকে মারধর করার অভিযোগ ওঠে।
অন্য বিধানসভার ও হাড়োয়া বিধানসভার বেশ কিছু তৃণমূলের কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি।
এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত ওই আইএসএফের পোলিং এজেন্টকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
13 Nov 2024 12:35 PM (IST)
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত থেকে ঝাড়খণ্ডকে বাঁচাতে হবে- চম্পাই সোরেন
সেরাকেলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ভাগ্য পরীক্ষা আজ। এদিন তিনি বলেন, “আমাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত থেকে সিধু-কানহো এবং সাঁওতালদের জমি বাঁচাতে হবে। ঝাড়খণ্ডে সরকার গড়বে বিজেপি। আমাদের সামনে কিছু প্রধান সমস্যা হল বাংলাদেশি অনুপ্রবেশ, বেকারত্ব এবং সেচ।”
13 Nov 2024 12:33 PM (IST)
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২৯.৩১ শতাংশ
ঝাড়খণ্ডের ৪৩টি আসনে আজ ভোট হচ্ছে। সকাল ১১টা পর্যন্ত ২৯ .৩১ শতাংশ ভোট পড়েছে।
13 Nov 2024 11:46 AM (IST)
ভোটের সব খুঁটিনাটি আপডেট সরাসরি দেখুন…
13 Nov 2024 11:45 AM (IST)
কোথায় কেমন হচ্ছে ভোট? দেখুন সব…
13 Nov 2024 11:42 AM (IST)
বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরলেন এলাকাবাসী!
অশান্ত মাদারিহাট। মাদারিহাটে উপনির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক ঝামেলা। মুজনাই চা বাগানে বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি আটকে বিক্ষোভ জনসাধারণের। যদিও, বিজেপি প্রার্থীর দাবি এটা বিক্ষোভ নয়। তৃণমূলের দাদাগিরি। পাল্টা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়েছে তৃণমূল।
এলাকাবাসীর দাবি, এলাকায় কোনও উন্নয়ন হয়নি। সেই কারণে গাড়ি নিয়ে বেরতেই ঘিরে ধরে উত্তেজিত জনতা। আর তারপর বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিষয়টি নিয়ে রাহুল লোহার বলেন, “তৃণমূল জানে শান্তিমতো ভোট হলে ওরা হেরে যাবে। বিজেপি সব ভোট পাবে।”
সন্ত্রাস হলে EVM ভেঙে দেওয়ার নিদান দিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তারই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে।
সনৎ বলেন, “ও ইভিএম ভাঙতে আসুক না। পারলে কোনও বুথে ঢুকুক। এখন অর্জুন বিড়াল। বুথ এ ঢুকে দেখাক।”
এর পাশাপাশি অর্জুন বলেন, “ভাটপাড়ায় ঘটনা অর্জুন ঘটিয়েছে। আজ ভোট নিয়ে ব্যস্ত আছি। পরে দেখে নিচ্ছি।”
13 Nov 2024 10:29 AM (IST)
‘ভোটারদের তাড়িয়ে দিচ্ছে’
মাদারিহাটের ১১৪ বুথ, শিশুবাড়ি।
বুথের বাইরে থেকে বিজেপি ভোটারদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ।
রায়পাড়া বিএফপি স্কুলে ভোট কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল লোহার পৌঁছে বলেন, “ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। qrt এসেছে।”
তৃণমূল যদিও অভিযোগ উড়িয়েছে
13 Nov 2024 09:38 AM (IST)
এজেন্টকে বের করে দিচ্ছে: বিজেপি প্রার্থী
ভোট শুরু হতেই দিকে-দিকে অশান্তি
হাড়োয়া বিধানসভায় অধিকাংশ বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি অভিযোগ বিজেপির
তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপি প্রার্থী বিমল দাস বলেন, “আমাদের লোক নেই ঠিক আছে। কিন্তু তৃণমূল রাতের অন্ধকারে আমার এজেন্টকে ভয় দেখিয়েছে। বিভিন্ন বুথ থেকে আমার এজেন্টকে বার করে দেয়া হয়েছে। তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন।”
13 Nov 2024 09:15 AM (IST)
মিলবে জমির পাট্টা, আশায় বুক বাধছেন চা শ্রমিকরা
জিতলেই চাই জমির পাট্টা, এলাকার উন্নয়নের কাজ এই আশা নিয়ে ভোট দিলেন গয়েরকাটা চা বাগানের শ্রমিকরা।
ডুয়ার্সের অন্যান্য বাগানে হয়েছে চা সুন্দরী প্রকল্পের ঘর মিলেছে জমির পাট্টাও। তবে গয়েরকাটা বাগানের শ্রমিকদের মেলেনি জমির পাট্টা এমনকী হয়নি চা সুন্দরী প্রকল্পের ঘর, করা হয়নি ক্রেশ হাউস।
তাই দাবি পূরণের আশা নিয়ে সকাল থেকে এই ভোটারদের দীর্ঘ লাইন। সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরতে চান সকলে।
শহুরি এলাকায় ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় তেমন না থাকলেও গয়েরকাটা চা বাগানে দীর্ঘ লাইন ভোটারদের। যেই জিতবেন তার কাছে আশা। যাতে এলাকার উন্নয়ন করেন। সেই আশা নিয়ে ভোট দিলেন বাগানের শ্রমিকরা।
13 Nov 2024 08:44 AM (IST)
গৃহবন্দি নয়ন!
মেদিনীপুর সদর ব্লক চন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকা।
বিজেপি নেতা নয়ন দে-কে নাকি গৃহবন্দি করেছে পুলিশ। এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর।
ভোটে অংশ নিতে এভাবেই বিজেপি নেতা কর্মীদের আটকে রাখছে পুলিশ। দাবি বিধানসভার বিরোধী দলনেতার।
Mamata Police are adopting desperate measures to influence the Voting process to extend an upper hand to the TMC Party.
Nayan Dey; an important BJP Karyakarta of Chandra GP; Midnapore Sadar Block, is not being allowed to step outside of his house.
His house is being constantly… pic.twitter.com/p8v7kisUPc
তৃণমূল প্রার্থীকে চিনতে না পেরে বাধা কেন্দ্রীয় বাহিনীর
তৃণমূল প্রার্থী চিনতে না পেরে সনৎ দে-কে বাধা কেন্দ্রীয় বাহিনীর।
নির্বাচন কমিশনকে জানাবেন সনৎ।
তৃণমূল প্রার্থী বললেন, “এটা এদের চরিত্র। নরেন্দ্র মোদীর নির্দেশেই ওরা এসব করছে।”
13 Nov 2024 08:37 AM (IST)
ভোট দিলেই মিলছে গাছ!
ভোট দিলেই মিলছে একটি করে চারা গাছ। বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের ফুলমতি হাইস্কুলের এমন আয়োজন কোনও দলের তরফে নয়, ভোটারদের প্রভাবিত করার জন্যও এমন উদ্যোগ নয় ।
কমিশনের তরফেই এমন আয়োজন। একদিকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে স্থানীয়দের আগ্রহী করে তোলা, আর অন্য দিকে পরিবেশ সচেতনতার বার্তা দিতেই কমিশনের এমন আয়োজন।
তালডাংরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচমুড়ার অন্যতম ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পকে তুলে ধরতে টেরাকোটা দিয়ে সাজানো হয়েছে এই বুথ। কমিশনের এমন আয়োজনে খুশি ভোটাররা।
13 Nov 2024 08:35 AM (IST)
ভোটের দিনও ‘প্রচার’, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ BJP-র বিরুদ্ধে