দিন না রাতে, কোন সময়ে জন্ম? মাঘী পূর্ণিমা জীবন বদলে দেবে!

বুধবার মাঘী পূর্ণিমা। শাস্ত্রে এই দিনটা খুবই মঙ্গলজনক মানা হয়। জ্য়োতিষশাস্ত্র বলছে, এই দিনে বহু রাশির বিশেষ যোগ তৈরি হয়। যা কিনা ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। কিন্তু এই উন্নতির তারতাম্য ঘটতে পারে আপনার জন্মের সময়ের উপর।

দিন না রাতে, কোন সময়ে জন্ম? মাঘী পূর্ণিমা জীবন বদলে দেবে!
Image Credit source: Social Media

| Edited By: আকাশ মিশ্র

Feb 12, 2025 | 4:49 PM

বুধবার মাঘী পূর্ণিমা। শাস্ত্রে এই দিনটা খুবই মঙ্গলজনক মানা হয়। জ্য়োতিষশাস্ত্র বলছে, এই দিনে বহু রাশির বিশেষ যোগ তৈরি হয়। যা কিনা ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। কিন্তু এই উন্নতির তারতাম্য ঘটতে পারে আপনার জন্মের সময়ের উপর। অর্থাৎ কারও যদি সূর্যের উপস্থিতিতে জন্ম হয়, তাহলে তাঁদের ভাগ্যের পরিবর্তন হয় অন্যভাবে, তো আরেকদিকে যাঁরা চন্দ্রজাত, তাঁদের ভাগ্যে থাকে অন্যকিছু।

বিষয়টা একটু বিশদে বলা যাক। আজ সূর্যের গোচর কুম্ভ রাশিতে ঘটছে। মাঘী পূর্ণিমায়, সূর্যদেব মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করলেন। এই রাশিতে বুধ গ্রহ ইতিমধ্যেই উপস্থিত। এই পরিবর্তন অনেক রাশির জাতকদের জন্য সুফল আনবে, যার কারণে তারা সাফল্য এবং ভাগ্য লাভ করবে।

জ্য়োতিষরা বলছেন, সূর্যের এই চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁদের জন্ম হয়েছে দিনেরবেলায়, তাঁদের জীবনের পরিবর্তন হবে আসবে আচমকাই। তবে দুশ্চিন্তার কোনও কারণ নেই। এই পরিবর্তন একেবারেই শুভ ফলে দেবে। যাঁরা বহুদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাঁরা শুভ সংবাদ পাবেন। শুধু তাই নয়, যাঁদের কোনও কাজ বহুদিন ধরে আটকে রয়েছে, সেটাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী, প্রেমে বাধা থাকলেও, তা কেটে যাবে এই মাঘী পূর্ণিমার প্রভাবে।

তবে শুধু দিনের বেলা যাঁদের জন্ম, তাঁরাই নয়। মাঘী পূর্ণিমার প্রভাবে সুখবর পাবেন রাতে জন্মানো মানুষরাও। জ্যোতিষরা বলছেন, চন্দ্রজাত মানুষদের জীবনে বিশাল পরিবর্তন আসবে। বিশেষ করে যে রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতি চলছে। আগের তুলনায় তাঁরা অনেক বেশি স্বস্তিতে থাকবে। বহুদিন ধরে আটকে থাকা কাজের নিষ্পত্তি হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।

মাঘী পূর্ণিমা কেন এত মঙ্গলজনক?

শাস্ত্র বলছে, এই দিনে দেবতারা মর্ত্যলোকে ভ্রমণ করতে আসেন। এই দিনই নয়টি গ্রহের সমস্যা দূর হয়।