Vastu Tips for Ancestors Photos: প্রয়াত প্রিয়জনের ছবি দেওয়ালে টাঙানোর আগে সতর্ক থাকুন! উল্টো ফল পেতে পারেন আপনি

Vastusashtra: হিন্দু ধর্মে, পূর্বপুরষদের ঈশ্বরের আসনে রেখে পুজো করা হয়। এই কারণেই প্রিয়জন বা পূর্বপুরুষদের মৃত্যুর পর তাঁদের ছবি বাড়িতে রাখা হয়। কথিত আছে, বাড়িতে পূর্বপুরুষের ছবি রাখা হলে ঘরের সুখ-শান্তি, সমৃদ্ধি বজায় রাখে। মেলে পূর্বপুরুষদের আশীর্বাদ। অধিকাংশ বাড়িতে হলরুম, বেডরুম বা পুজোর ঘরে পূর্বপুরুষদের ছবি রাখা থাকে। কিন্তু অনেকেই জানেন না যে সেই ছবি কোথায় ও কোন দিকে রাখা উচিত।

| Edited By: দীপ্তা দাস

Jun 07, 2024 | 7:04 PM

1 / 9
বাড়ির প্রবীণ বা প্রিয়জন কেউ প্রয়াত হলে পরিবারের সদস্যরা তাঁর ছবি দেওয়ালে সাদা বা চন্দন কাঠের মালা দিয়ে  টাঙিয়ে রাখেন। বাস্তুশাস্ত্র মতে, কোনও ছবি বা মূর্তি রাখার আগে কোথাও কীভাবে রাখা উচিত, তা উল্লেখ রয়েছে। তেমনি পূর্বপুরুষদের ছবি কোথায় ও কোন দিকে রাখবেন, সে সম্পর্কে বাস্তুশাস্ত্রে বেশ কিছু নিয়ম বলা রয়েছে। 

বাড়ির প্রবীণ বা প্রিয়জন কেউ প্রয়াত হলে পরিবারের সদস্যরা তাঁর ছবি দেওয়ালে সাদা বা চন্দন কাঠের মালা দিয়ে  টাঙিয়ে রাখেন। বাস্তুশাস্ত্র মতে, কোনও ছবি বা মূর্তি রাখার আগে কোথাও কীভাবে রাখা উচিত, তা উল্লেখ রয়েছে। তেমনি পূর্বপুরুষদের ছবি কোথায় ও কোন দিকে রাখবেন, সে সম্পর্কে বাস্তুশাস্ত্রে বেশ কিছু নিয়ম বলা রয়েছে। 

2 / 9
প্রয়াত প্রিয়জনের ছবি ভুল জায়গায় রাখলে হিতে বিপরীত হতে পারে। পরিবারের সদস্যরা জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই বাস্তু নিয়মগুলি জেনে রাখা উচিত। 

প্রয়াত প্রিয়জনের ছবি ভুল জায়গায় রাখলে হিতে বিপরীত হতে পারে। পরিবারের সদস্যরা জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই বাস্তু নিয়মগুলি জেনে রাখা উচিত। 

3 / 9
হিন্দু ধর্মে, পূর্বপুরষদের ঈশ্বরের আসনে রেখে পুজো করা হয়। এই কারণেই প্রিয়জন বা পূর্বপুরুষদের মৃত্যুর পর তাঁদের ছবি বাড়িতে রাখা হয়। কথিত আছে, বাড়িতে পূর্বপুরুষের ছবি রাখা হলে ঘরের সুখ-শান্তি, সমৃদ্ধি বজায় রাখে। মেলে পূর্বপুরুষদের আশীর্বাদ।

হিন্দু ধর্মে, পূর্বপুরষদের ঈশ্বরের আসনে রেখে পুজো করা হয়। এই কারণেই প্রিয়জন বা পূর্বপুরুষদের মৃত্যুর পর তাঁদের ছবি বাড়িতে রাখা হয়। কথিত আছে, বাড়িতে পূর্বপুরুষের ছবি রাখা হলে ঘরের সুখ-শান্তি, সমৃদ্ধি বজায় রাখে। মেলে পূর্বপুরুষদের আশীর্বাদ।

4 / 9
অধিকাংশ বাড়িতে হলরুম, বেডরুম বা পুজোর ঘরে পূর্বাবপুরুষদের ছবি রাখা থাকে। কিন্তু অনেকেই জানেন না যে সেই ছবি কোথায় ও কোন দিকে রাখা উচিত। শাস্ত্র অনুসারে বাড়িতে পূর্বপুরুষদের ছবি রাখার কিছু নিয়ম রয়েছে, যা জানা জরুরি। 

অধিকাংশ বাড়িতে হলরুম, বেডরুম বা পুজোর ঘরে পূর্বাবপুরুষদের ছবি রাখা থাকে। কিন্তু অনেকেই জানেন না যে সেই ছবি কোথায় ও কোন দিকে রাখা উচিত। শাস্ত্র অনুসারে বাড়িতে পূর্বপুরুষদের ছবি রাখার কিছু নিয়ম রয়েছে, যা জানা জরুরি। 

5 / 9
পূর্বপুরুষদের ছবি রাখার জন্য সবচেয়ে ভালো দিক হল দক্ষিণ দিক। দক্ষিণ দিককে যমের দিক বলে মনে করা হয়। তাই এই দিকে পূর্বপুরুষের ছবি রেখে দিতে পারেন। তাতে পূর্বপুরুষদের মুখ থাকবে উত্তর দিকে। এইভাবে রাখলে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

পূর্বপুরুষদের ছবি রাখার জন্য সবচেয়ে ভালো দিক হল দক্ষিণ দিক। দক্ষিণ দিককে যমের দিক বলে মনে করা হয়। তাই এই দিকে পূর্বপুরুষের ছবি রেখে দিতে পারেন। তাতে পূর্বপুরুষদের মুখ থাকবে উত্তর দিকে। এইভাবে রাখলে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

6 / 9
বেশিরভাগ সময়, বাড়িতে পূর্বপুরুষের একাধিক ছবি রাখেন। তাতে পবর্বপুরুষরা রুষ্ট হন, ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি হয়। তাই একসঙ্গে পূর্বপুরুষদের ছবি রাখা উচিত নয়। 

বেশিরভাগ সময়, বাড়িতে পূর্বপুরুষের একাধিক ছবি রাখেন। তাতে পবর্বপুরুষরা রুষ্ট হন, ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি হয়। তাই একসঙ্গে পূর্বপুরুষদের ছবি রাখা উচিত নয়। 

7 / 9
পূর্বপুরুষের ছবি কখনওই ব্রাহ্ম স্থানে অর্থাৎ বাড়ির মাঝখানে রাখা উচিত নয়। তাতে পরিবারের সদস্যদেক সম্মানের ক্ষতি হতে পারে।

পূর্বপুরুষের ছবি কখনওই ব্রাহ্ম স্থানে অর্থাৎ বাড়ির মাঝখানে রাখা উচিত নয়। তাতে পরিবারের সদস্যদেক সম্মানের ক্ষতি হতে পারে।

8 / 9
প্রয়াত প্রিয়জনের ছবি অধিকাংশ দেওয়ালে টাঙিয়ে রাখেন। শাস্ত্রমতে, দেওয়ালে রাখা হলে তা অপমান করা হয়। পূর্বপুরুষদের ছবি সবসময় ফ্রেমবন্দি করে একটি আলমারিতে বা টেবিলের মধ্যে রাখা হয়। এমনটা করা হলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়।

প্রয়াত প্রিয়জনের ছবি অধিকাংশ দেওয়ালে টাঙিয়ে রাখেন। শাস্ত্রমতে, দেওয়ালে রাখা হলে তা অপমান করা হয়। পূর্বপুরুষদের ছবি সবসময় ফ্রেমবন্দি করে একটি আলমারিতে বা টেবিলের মধ্যে রাখা হয়। এমনটা করা হলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়।

9 / 9
এছাড়া কোনও জীবিত ব্যক্তির সঙ্গে পূর্বপুরুষের ছবি কখনওই লাগাবেন না। এই কারণে ওই ব্যক্তির স্বাস্থ্যের অবনতি হতে থাকে।

এছাড়া কোনও জীবিত ব্যক্তির সঙ্গে পূর্বপুরুষের ছবি কখনওই লাগাবেন না। এই কারণে ওই ব্যক্তির স্বাস্থ্যের অবনতি হতে থাকে।