Bollywood Controversy: চরিত্র নিয়ে প্রশ্ন, কন্ডোম সংস্থার সঙ্গে যুক্ত হোক রণবীর, বিচ্ছেদের পর ক্ষোভ উগরে বিস্ফোরক দীপিকা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 18, 2022 | 9:46 PM

Deepika Parukone: রণবীর কাপুর সংসারে মন দিলেন। আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে সকলের নজর কাড়েন তিনি। তবে সম্পর্ক ও চরিত্র ঘিরে জল্পনা তুঙ্গে।

1 / 6
মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলেন রণবীর। সম্পর্ক নিয়ে কোনও দিন সিরিয়াস নন তিনি, সাফ জানিয়ে দিয়েছিলেন দীপিকা বারে বারে। তবে দীপিকাকে ছেড়েছিলেন রণবীর, এ কথা মোটেও সত্যি নয়, কারণ দ্বিতীয়বার সম্পর্ক নিজে হাতে ভাঙার সুযোগই পাননি রণবীর, কীভাবে!

মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলেন রণবীর। সম্পর্ক নিয়ে কোনও দিন সিরিয়াস নন তিনি, সাফ জানিয়ে দিয়েছিলেন দীপিকা বারে বারে। তবে দীপিকাকে ছেড়েছিলেন রণবীর, এ কথা মোটেও সত্যি নয়, কারণ দ্বিতীয়বার সম্পর্ক নিজে হাতে ভাঙার সুযোগই পাননি রণবীর, কীভাবে!

2 / 6
প্রথমবার বিচ্ছেদ ঘটেছিল রণবীর কাপুরের জন্যই। তিনি এই সম্পর্ক থেকে মুখ ফিরিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে রণবীর কাপুর ফিরে আসতে চেয়ে জানিয়ে ছিলেন নিজের সব ভূল তিনি পাল্টে ফেলবেন।

প্রথমবার বিচ্ছেদ ঘটেছিল রণবীর কাপুরের জন্যই। তিনি এই সম্পর্ক থেকে মুখ ফিরিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে রণবীর কাপুর ফিরে আসতে চেয়ে জানিয়ে ছিলেন নিজের সব ভূল তিনি পাল্টে ফেলবেন।

3 / 6
দীপিকা একটা সময় নিজেই জানিয়ে ছিলেন যে কেবল শারীরিক সম্পর্কের টানেই বোধহয় ফিরতে চেয়েছিলেন রণবীর। সবটা বুঝতে পেরে তিনি নিজেই রণবীরকে ছেড়ে দিয়েছিলেন।

দীপিকা একটা সময় নিজেই জানিয়ে ছিলেন যে কেবল শারীরিক সম্পর্কের টানেই বোধহয় ফিরতে চেয়েছিলেন রণবীর। সবটা বুঝতে পেরে তিনি নিজেই রণবীরকে ছেড়ে দিয়েছিলেন।

4 / 6
কফি উইথ করণে এসে দীপিকা ক্ষোভ উগরে জানিয়ে ছিলেন রণবীরের উচিত কোনো কন্ডোম সংস্থার প্রচারের মুখ হওয়া। এভাবেই কাপুর পরিবারের ছেলের চরিত্রে প্রকাশ্যে কালি লেপ্টে ছিলেন দীপিকা পাড়ুকোন।

কফি উইথ করণে এসে দীপিকা ক্ষোভ উগরে জানিয়ে ছিলেন রণবীরের উচিত কোনো কন্ডোম সংস্থার প্রচারের মুখ হওয়া। এভাবেই কাপুর পরিবারের ছেলের চরিত্রে প্রকাশ্যে কালি লেপ্টে ছিলেন দীপিকা পাড়ুকোন।

5 / 6
তবে সেই স্বভাব পাল্টে এখন রণবীর কাপুর সংসারে মন দিলেন। আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে সকলের নজর কাড়েন তিনি। তবে সম্পর্ক ও চরিত্র ঘিরে জল্পনা তুঙ্গে। এই বিয়ে কি টিকবে!

তবে সেই স্বভাব পাল্টে এখন রণবীর কাপুর সংসারে মন দিলেন। আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে সকলের নজর কাড়েন তিনি। তবে সম্পর্ক ও চরিত্র ঘিরে জল্পনা তুঙ্গে। এই বিয়ে কি টিকবে!

6 / 6
একদিকে যেমন এই প্রশ্ন করছেন সকলে, তখনই অন্যদিকে দীপিকা পাড়ুকোন শুভেচ্ছা জানান নবদম্পতিতে। সেই কমেন্টও ঝড়ের গতীতে ভাইরাল। তবে অতীত এত সহজে কী মুছে ফেলা যায়! নেটিজেনদের দয়ায় সব গসিপই ফিরে ফিরে আসে আঙুলের ডগায়।

একদিকে যেমন এই প্রশ্ন করছেন সকলে, তখনই অন্যদিকে দীপিকা পাড়ুকোন শুভেচ্ছা জানান নবদম্পতিতে। সেই কমেন্টও ঝড়ের গতীতে ভাইরাল। তবে অতীত এত সহজে কী মুছে ফেলা যায়! নেটিজেনদের দয়ায় সব গসিপই ফিরে ফিরে আসে আঙুলের ডগায়।

Next Photo Gallery
Diabetes Diet: বেড়ে যাচ্ছে ইনসুলিনের মাত্রা? নিয়ম করে পান করুন নিমের চা
Easter 2022: ইস্টার সানডে-তে বানান কিছু ট্র্যাডিশনাল রেসিপি! বাচ্চাদের মেনুতে দিন নয়া চমক