Bangla NewsPhoto gallery Did you for husband abhishek bachchan aishwarya rai bachchan did not work with shahrukh khan in this film
স্বামী অভিষেকের কারণেই শাহরুখ খানের সঙ্গে কাজ করেননি ঐশ্বর্য, কী সেই ‘সত্যি’?
Aishwarya Rai Bachchan: শোনা যাচ্ছে, স্বামী অভিষেকের সঙ্গে বিয়েটা নাকি ভেঙেই যাবে ঐশ্বর্যর। তেমন খবরই ঘুরছে বলি-অন্দরের আকাশে-বাতাসে। ২০০৭ সালে বিয়ে করেন ঐশ্বর্য-অভিষেক। কন্যা সন্তানও আছে তাঁদের। ঐশ্বর্য নাকি এখন জলসায় থাকেনও না। এই অভিষেকের জন্যই নাকি শাহরুখের সঙ্গে ছবিতে কাজ করেননি রাই সুন্দরী।